দেশের সব ভাস্কর্য সংরক্ষণে হাইকোর্টে রিট আবেদন

কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের ঘটনার পর আজ রোববার হাইকোর্টে একটি রিট আবেদন করেছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। ওই রিট আবেদনে বঙ্গবন্ধুর ভাস্কর্যসহ দেশের সব ভাস্কর্য সংরক্ষণে সরকারি নির্দেশনা চাওয়া হয়েছে।
দেশটাকে তো জাহান্নাম বানিয়ে ফেলেছেন
স্টার ফাইল ফটো

কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের ঘটনার পর আজ রোববার হাইকোর্টে একটি রিট আবেদন করেছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। ওই রিট আবেদনে বঙ্গবন্ধুর ভাস্কর্যসহ দেশের সব ভাস্কর্য সংরক্ষণে সরকারি নির্দেশনা চাওয়া হয়েছে।

অ্যাডভোকেট উত্তম কুমার লাহিড়ী জনস্বার্থে হাইকোর্টে রিট আবেদনটি জমা দেন। এতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ধর্মীয় বিষয়ের সঙ্গে না জড়াতে বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক এবং বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিবকে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আদেশ দিতে হাইকোর্টের কাছে আবেদন জানানো হয়।

আবেদনের বরাত দিয়ে উত্তম কুমার লাহিড়ীর আইনজীবী নাহিদ সুলতানা জুথি দ্য ডেইলি স্টারকে বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতার স্থপতি এবং তার ভাস্কর্য স্বাধীনতার প্রতীক। তাই তার ভাস্কর্য অবশ্যই সুরক্ষিত এবং সংরক্ষিত রাখতে হবে।’

নাহিদ সুলতানা জুথি আরও বলেন, ‘এতে স্বরাষ্ট্র, মুক্তিযুদ্ধ বিষয়ক ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, পুলিশ মহাপরিদর্শক, বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক এবং বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিবকে বিবাদী হিসেবে উল্লেখ করা হয়েছে।’

সংবিধানের ২৪ অনুচ্ছেদের অধীনে সব স্মৃতিসৌধ রক্ষা বিবাদীদের দায়িত্ব বলে জানান তিনি।

তিনি বলেন, ‘আগামীকাল এই রিট আবেদনের বিষয়ে হাইকোর্টে শুনানি হতে পারে।’

দুর্বৃত্তরা গতকাল ভোরে কুষ্টিয়া শহরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুর করে।

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

2h ago