কেউ যদি মনে করেন তারা অনেক শক্তিশালী, এটা হবে ভুল ধারণা: স্বরাষ্ট্রমন্ত্রী
কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, কেউ যদি মনে করেন, তারা অনেক শক্তিশালী তাহলে এটা হবে তাদের ভুল ধারণা।
আজ রোববার সচিবালয়ে নিজ দপ্তরে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘আমরা দেশে কোনো ধরনের অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে দেব না। কেউ আইনের ঊর্ধ্বে নন। কেউ যদি মনে করেন, তারা অনেক শক্তিশালী তাহলে এটা হবে তাদের ভুল ধারণা।’
কারো নাম উল্লেখ না করে মন্ত্রী বলেন, ‘তাদের বক্তব্য ফেসবুকে আপনারা নিশ্চয়ই দেখেছেন। আমরাও বিভিন্ন সময়ে দেখেছি। একজনের নাম বারবার চলে আসছে। তারই বক্তৃতা কিংবা তারই নির্দেশে এ ঘটনাগুলো ঘটছে। আমরা অনুসন্ধানের পর তার সম্পর্কে বিস্তারিত জানাবো। এখন পর্যন্ত তদন্ত চলছে, তাই আমি তার নামটি বলছি না।’
এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘যে চারজনকে আটক করা হয়েছে তারা সবাই ইবনে মাসউদ মাদ্রাসায় অধ্যয়নরত। এ ঘটনায় প্রত্যক্ষভাবে জড়িত আবু বকর ও নাহিদ। তাদের প্রথমে আটক করা হয়। পরে তাদের দেয়া স্বীকারোক্তির মাধ্যমে যাদের নাম চলে আসছে তারা হচ্ছে আল আমিন ও ইউসুফ। তাদেরও আটক করা হয়েছে। তাদের আইনের আওতায় আনা হবে। ঘটনার তদন্ত হচ্ছে।’
গত শুক্রবার রাতে কুষ্টিয়া পৌরসভার পাঁচ রাস্তার মোড়ে নির্মাণাধীন বঙ্গবন্ধুর ভাস্কর্যের অংশবিশেষ ভেঙে ফেলে দুর্বৃত্তরা।
Comments