করোনাভাইরাস

২৪ ঘণ্টায় আরও ৩১ জনের মৃত্যু, শনাক্ত ১৬৬৬, পরীক্ষা ১৩২১৮

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৩১ জন। ফলে, মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ছয় হাজার ৮৩৮ জনে।

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৩১ জন। ফলে, মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ছয় হাজার ৮৩৮ জনে।

একই সময়ে ১৩ হাজার ২১৮টি নমুনা পরীক্ষা করে আরাও এক হাজার ৬৬৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা হলো চার লাখ ৭৭ হাজার ৫৪৫ জনে দাঁড়াল।

আজ রোববার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩১ জনের মধ্যে ২৪ জন পুরুষ নাত জন নারী। নতুন করে সুস্থ হয়েছেন আরও দুই হাজার ৫৫২ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন তিন লাখ ৯৫ হাজার ৯৬০ জন। এ পর্যন্ত মোট ২৮ লাখ ৬৩ হাজার ১৬৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, পরীক্ষার সংখ্যা বিবেচনায় শনাক্তের হার ১২ দশমিক ৬০ শতাংশ এবং এখন পর্যন্ত সংক্রমণ বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৩ শতাংশ।

উল্লেখ্য, গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয় বলে জানায় সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। আর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যুর সংবাদ জানানো হয়।

Comments

The Daily Star  | English

Former public admin minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

55m ago