অবশ্যই এটা আমার: আত্মঘাতী গোল প্রসঙ্গে ভিনিসিয়ুস
সেভিয়ার বিপক্ষে আগের গুরুত্বপূর্ণ এক জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। সময়ের হিসেবে ৩৫ দিন পর জয়টি আসে লস ব্লাঙ্কোসদের। তবে ম্যাচের একমাত্র গোলটি আসে প্রতিপক্ষের দেওয়া আত্মঘাতী গোল থেকে। তবে সেই গোলটি নিজের বলে দাবী করেছেন দলের তরুণ ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়র।
শনিবার রাতে সেভিয়ার বিপক্ষে ১-০ গোলের জয় পায় রিয়াল। ম্যাচের ৫৬তম মিনিটে জয়সূচক গোলটি পায় তারা। বাঁ প্রান্ত থেকে ফেরলন্দ মেন্দির ক্রসে ছুটে গিয়ে স্লাইডে কোনোমতে হালকা একটা টোকা দিয়েছিলেন ভিনিসিয়ুস। বলের লাইনেই ছিলেন গোলরক্ষক বোনো। কিন্তু বল তার হাত গোলে ঢুকে যায় জালে।
গোলটিতে গোলরক্ষক বোনোর ভুল থাকলেও ভিনিসিয়ুসের কৃতিত্বও কম নয়। বলে তার পায়ের ছোঁয়াতেই দিক পাল্টে গেলে ধোঁকা খান বোনো। ম্যাচ শেষে তাই গোলটি নিজের বলে দাবী করেন ভিনিসিয়ুস, 'এটা আমার (গোল)। অবশ্যই এটা আমার। আমি শটটি নিয়েছি এবং এই গোলটি আমার।'
তবে ব্যক্তিগত গোলের চেয়ে দলের জয়কে বেশি গুরুত্বপূর্ণ মনে করছেন এ ব্রাজিলিয়ান, 'এটা আমাদের দলে জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি জয়। আরও বেশ কিছু ম্যাচ ছিল যেখানে আমরা ভালো খেলেছি কিন্তু জিততে পারেনি। আমাদের নিজেদের মধ্যে কোনো সংশয় ছিল না এবং আমরা জিততে এসেছি। এটা অন্যদের জন্য কঠিন একটি মৌসুম।'
সেভিয়ার বিপক্ষে জয়টি আদায় করে নিতে বেশ ঘাম ছড়াতে হয়েছে তাদের। তবে এ ধারাবাহিকতা ধরে রাখতে চায় দলটি। যদিও টানা সূচিতে কাজটা কঠিন বলে মনে করেন এ তরুণ, 'আমাদের প্রতি তিন দিনে একটি ম্যাচ রয়েছে এবং মাঝেমধ্যে এটা করা খুব কঠিন হয়ে যায়। আমাদের অবশ্যই উন্নতির মধ্যে থাকতে হবে।'
এদিকে সাম্প্রতিক সময়ে রিয়ালের বাজে অবস্থার জন্য বেশ চাপেই ছিল লস ব্লাঙ্কোসরা ও কোচ জিদান। তবে এ ধরণের চাপকে উপভোগ করেন ভিনিসিয়ুস, 'আমাদের মনে সবসময়ই শান্তি রয়েছে। আমরা জানি আমরা চাপে রয়েছি এবং এটা আমরা উপভোগ করি।'
Comments