ভারত আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ: পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশের মুক্তিযুদ্ধের কালপঞ্জিতে অত্যন্ত স্মরণীয় একটি দিন ৬ ডিসেম্বর। প্রতি বছরের মতো এবারও বাংলাদেশকে ভারতের কূটনৈতিক স্বীকৃতির ৪৯তম বার্ষিকী উদযাপন উপলক্ষে আন্তর্জাতিক ওয়েবিনারের আয়োজন করে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি।
Momen-1.jpg
পররাষ্ট্রমন্ত্রী ড. আবদুল মোমেন। ছবি: ভিডিও থেকে নেওয়া

বাংলাদেশের মুক্তিযুদ্ধের কালপঞ্জিতে অত্যন্ত স্মরণীয় একটি দিন ৬ ডিসেম্বর। প্রতি বছরের মতো এবারও বাংলাদেশকে ভারতের কূটনৈতিক স্বীকৃতির ৪৯তম বার্ষিকী উদযাপন উপলক্ষে আন্তর্জাতিক ওয়েবিনারের আয়োজন করে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি।

আজ রোববার বিকাল ৩টায় ‘বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের অবদান’ শীর্ষক এই আন্তর্জাতিক ওয়েবিনার অনুষ্ঠিত হয়।

ঘাতক দালাল নির্মূল কমিটি সভাপতি লেখক সাংবাদিক শাহরিয়ার কবিরের সভাপতিত্বে ওয়েবিনারে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। বিশেষ অতিথি হিসেবে আলোচনায় অংশগ্রহণ করেন ঢাকায় নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত বিক্রম কুমার দোরাইস্বামী।

ওয়েবিনারে শাহরিয়ার কবির বলেন, ‘২৬ মার্চ বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার আগেই পাকিস্তানি সামরিক জান্তা “অপারেশনে সার্চলাইট”র নামে শতাব্দীর নৃশংসতম গণহত্যাযজ্ঞ আরম্ভ করেছিল বাংলাদেশে। সেই সময় ভারত সীমান্ত উন্মুক্ত করে না দিলে ১৯৭১ সালে বাংলাদেশে ৩০ লাখের পরিবর্তে এক কোটি কিংবা এরও বেশি মানুষ নিহত হতো। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে বাংলাদেশের এক কোটি অসহায় বিপন্ন মানুষকে আশ্রয় দিয়ে, মুক্তিযোদ্ধাদের সব রকম সহযোগিতা করে এবং অবরুদ্ধ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে পাকিস্তানের বন্দিদশা থেকে মুক্ত করার ক্ষেত্রে আন্তর্জাতিক জনমত গঠন করে বিশ্বের নিপীড়িত জাতির মুক্তিসংগ্রামের ইতিহাসে ভারত যে অবদান রেখেছে, এর দ্বিতীয় কোনো নজির নেই। ১৯৭১ সালের ৬ ডিসেম্বর মুক্তিযুদ্ধরত বাংলাদেশকে ভারতের প্রথম কূটনৈতিক স্বীকৃতি রণাঙ্গনের মুক্তিযোদ্ধাদের মনোবল যেমন বৃদ্ধি করেছে, আমাদের বিজয়কে ত্বরান্বিত করেছে।’

শাহরিয়ার কবির বলেন, ‘দীর্ঘকাল বাংলাদেশে পাকিস্তানপন্থী মৌলবাদী সাম্প্রদায়িক শক্তি ক্ষমতায় থাকাকালে মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবিস্মরণীয় নেতৃত্ব এবং ভারতের অতুলনীয় সহযোগিতার পাশাপাশি পাকিস্তানি হানাদার বাহিনীর নৃশংসতার যাবতীয় ইতিহাস ও দলিলপত্র নিশ্চিহ্ন করতে চেয়েছিল। এখন সময় এসেছে মুজিববর্ষে মুক্তিযুদ্ধের সুবর্ণজয়ন্তী উদযাপনের প্রাক্কালে তরুণ প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস ও চেতনা যথাযথভাবে তুলে ধরা। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে অতুলনীয় বিজয় বাঙালি জাতির ৫ হাজার বছরের ইতিহাসের সবচেয়ে গৌরবময় অর্জন, যা ভারতের সর্বাত্মক সহযোগিতা ছাড়া সম্ভব হতো না।’

পররাষ্ট্রমন্ত্রী ড. আবদুল মোমেন বলেন, ‘স্বাধীনতাবিরোধীরা একটি অপপ্রচার সবসময় করে থাকে। তারা বলে, ১৯৭১ সালে ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধ হয়েছিল। মোটেও তা নয়। এটা ছিল একটি জনযুদ্ধ। পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে বাংলাদেশের মুক্তিকামী জনগণের যুদ্ধ। আমাদের এ ন্যায় যুদ্ধে ভারত আমাদের সহযোগিতা করেছিল। ভারত আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। কোনোভাবেই এ বন্ধন ছিন্ন হওয়ার নয়। ১৯৭১ সালে ভারত আমাদের এক কোটি শরণার্থী নয় মাস ভরণপোষণ করেছে। তারা শুধু রাজনৈতিকভাবেই আমাদের মুক্তিযুদ্ধে সহযোগিতা করেনি, সামরিকভাবেও আমাদের পাশে দাঁড়িয়েছে, আমাদের মুক্তিযোদ্ধাদের ট্রেনিং দিয়েছে। বাংলাদেশের জনগণের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ভারতীয় সেনারা যুদ্ধ করেছে। ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বিভিন্ন দেশ ভ্রমণ করে বাংলাদেশের পক্ষে বিশ্ব জনমত তৈরি করেছিলেন বলেই পৃথিবীর অনেক দেশের নাগরিক সমাজ বাংলাদেশকে সমর্থন দিয়েছিল, পাকিস্তানি বাহিনী এবং তাদের এ দেশীয় দোসরদের বর্বরতা এবং বাংলাদেশের জনগণের দুর্দশা সম্পর্কে জানতে পেরেছিল। ইন্ধিরা গান্ধীর কারণেই আমাদের জাতির পিতা দেশে ফিরতে পেরেছিলেন। ভারত এবং ইন্ধিরা গান্ধীর প্রতি আমরা চির কৃতজ্ঞ।’  

ঢাকায় নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত বিক্রম কুমার দোরাইস্বামী বলেন, ‘১৯৭১ সালের ৬ ডিসেম্বর মুক্তিযুদ্ধ চলাকালীন ভারত বাংলাদেশকে একটি সার্বভৌম দেশ হিসাবে স্বীকৃতি দেয়। পাকিস্তান বাহিনীর নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে সাহসী সংগ্রাম করে যাচ্ছিল বাংলাদেশের জনগণ। ভারত ন্যায়ের পক্ষে নীতিগত অবস্থান নিয়েছিল। চুকনগর, শাঁখারিবাজার, ঝালকাঠি, জাঠীভাঙ্গা এবং এ ছাড়াও কয়েক হাজার জায়গায় গণহত্যার প্রেক্ষিতে বাংলাদেশের জনগণ গভীর অন্ধকারে নিমজ্জিত হয়েছিল এবং মুক্তিযুদ্ধ করে বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশ করেছিল। মুক্তিকামী মানুষের সংগ্রাম ও জয়ের এই অভূতপূর্ব ইতিহাসে অংশগ্রহণ করে ভারত গর্বিত হয়েছিল। এভাবে বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্কের এক অবিচ্ছেদ্য বন্ধন রচিত হয়।’

ভারতের রাষ্ট্রদূত ভারত ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক পঞ্চাশতম বছরে পদার্পণ করার এ শুভলগ্নে উভয় দেশের সম্পর্ক আরও সুদৃঢ় হওয়ার আশাবাদ ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, ‘ভারত বাংলাদেশ সরকারের প্রতিশ্রুতিবদ্ধ উন্নয়নের অংশীদার। ২০২১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সোনালী বার্ষিকীর যৌথ উদযাপনের প্রত্যাশায় আছে ভারত।’

এ ধরনের মতবিনিময় সভার আয়োজন করার জন্য আয়োজকদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখতে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।’

ওয়েবিনারে অন্যান্যদের মধ্যে অংশগ্রহণ করেন মৌলবাদ ও সাম্প্রদায়িকতাবিরোধী দক্ষিণ এশীয় গণসম্মিলনের সভাপতি বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মাণিক, নির্মূল কমিটির সহ-সভাপতি শিক্ষাবিদ শ্যামলি নাসরিন চৌধুরী, মুক্তিযোদ্ধা কর্নেল (অব) সাজ্জাদ আলী জহির বীর প্রতীক, ব্রিটিশ মানবাধিকার কর্মী জুলিয়ান ফ্রান্সিস, ভাষা শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের পৌত্রী সমাজকর্মী আরমা দত্ত, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সভাপতি অধ্যাপক মুহাম্মদ সেলিম, নির্মূল কমিটির সুইডেন শাখার সভাপতি মুক্তিযোদ্ধা আক্তার এম জামান, নির্মূল কমিটির সর্ব-ইউরোপীয় ফোরামের সাধারণ সম্পাদক সমাজকর্মী আনসার আহমেদ উল্লাহ, অস্ট্রেলিয়া শাখার সভাপতি ডা. একরাম চৌধুরী, নিউইয়র্ক শাখার সাধারণ সম্পাদক মানবাধিকারকর্মী স্বীকৃতি বড়ুয়া, নির্মূল কমিটির তুরস্ক শাখার টুয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি ফোরাম ফর হিউম্যানিজম’র সাধারণ সম্পাদক লেখক ও প্রামাণ্যচিত্র নির্মাতা শাকিল রেজা ইফতি প্রমুখ।

Comments

The Daily Star  | English

Abu Sayed’s death in police firing: Cops’ FIR runs counter to known facts

Video footage shows police shooting at Begum Rokeya University student Abu Sayed, who posed no physical threat to the law enforcers, during the quota reform protest near the campus on July 16. He died soon afterwards.

12h ago