ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি বন্ধ, মাঝ নদীতে আটকা ৪ ফেরি
পাটুরিয়া-দৌলদিয়া রুটে ঘন কুয়াশায় কারণে আজ সোমবার ভোররাত ১২টা থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে।
এ সময় উভয় পারের মধ্যে শত শত যানবাহন পারাপারের অপেক্ষায় আটকে রয়েছে।
এদিকে, যাত্রী ও যানবাহন নিয়ে মাঝ নদীতে আটকা পড়েছে ছোট-বড় চারটি ফেরি।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) পাটুরিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) আব্দুস সালাম ও দৌলতদিয়া ঘাটের শাখা ব্যবস্থাপক আবু আব্দুল্লাহ্ রনি দ্য ডেইলি স্টারকে বিয়ষটি নিশ্চিত করেছেন।
ফেরি সেক্টরের ওই কর্মকর্তারা জানিয়েছেন, আজ ভোররাত ১২টা থেকে কুয়াশার তীব্রতা এতোটাই প্রকোপ ছিল যে নিকটতম বস্তুটিও দেখা সম্ভব ছিল না। সে কারণে এই রুটে দুর্ঘটনা এড়াতে সব ফেরি চলাচল কর্তৃপক্ষের নির্দেশে বন্ধ রাখা হয়েছে।
যাত্রী ও যানবাহন নিয়ে মাঝ ছোট-বড় চারটি ফেরি নদীতে আটকা পড়েছে উল্লেখ করে তারা জানিয়েছেন, কুয়াশার মাত্রা নিয়ন্ত্রণের মধ্যে আসার পর ফেরি চলাচল আবার চালু করা হবে।
বিআইডব্লিউটিসির সংশ্লিষ্ট কর্মকর্তারা আরও জানিয়েছেন, পাটুরিয়া-দৌলতদিয়া ফেরিঘাটে পারের অপেক্ষায় কয়েক শ যাত্রীবাহী বাস ও ৬০০ বেশি পণ্যবাহী ট্রাক আটকে রয়েছে।
Comments