বাবুনগরী-মামুনুলের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা
ভাস্কর্য নিয়ে ‘অপমানজনক’ মন্তব্য করায় হেফাজতে ইসলামের আমির জুনায়েদ বাবুনগরীসহ তিন জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বাকি দুই জন হলেন— হেফাজতে ইসলামের যুগ্ম সম্পাদক মোহাম্মদ মামুনুল হক ও ইসলামী আন্দোলনের নেতা সৈয়দ ফয়জুল করিম।
আজ সোমবার ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে মামলাটি দায়ের করেন মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।
একইসঙ্গে সিএমএম আদালতেই মোহাম্মদ মামুনুল হকের বিরুদ্ধে এই অভিযোগেই আরেকটি মামলা দায়ের করেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট মশিউর মালেক।
ম্যাজিস্ট্রেট বাদীর বক্তব্য রেকর্ড করে জানিয়েছেন, এ বিষয়ে আজ দিনের পরবর্তী সময়ে আদেশ দেওয়া হবে।
মামলার বাদীরা বলেছেন, বাবুনগরী, মামুন ও ফয়জুল করিম যে বক্তব্য দিয়েছেন তা রাষ্ট্রদ্রোহিতার সমান এবং তা রাষ্ট্রবিরোধী।
‘সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করা ও দেশে অরাজকতা সৃষ্টি’র সঙ্গে জড়িত থাকার অভিযোগে এই তিন অভিযুক্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে আদালতের কাছে আবেদন জানিয়েছেন বাদীরা।
Comments