শিক্ষামন্ত্রী দীপু মনি করোনায় আক্রান্ত
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। গতকাল রোববার রাতে পাওয়া ফলে তার করোনা পজিটিভি আসে।
আজ সোমবার বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবুল খায়ের। তিনি জানান, গতকাল সকালে করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়েছিলেন শিক্ষামন্ত্রী। রাতে পাওয়া ফলাফলে তার করোনা পজিটিভ এসেছে।
‘বর্তমানে শিক্ষামন্ত্রী নিজ বাসাতে আইসোলেশনে আছেন। তার কোনো শারীরিক জটিলতা নেই। তিনি সুস্থ আছেন’, বলেন শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা।
Comments