নারায়ণগঞ্জে মাথাবিহীন মরদেহ উদ্ধার
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় বিল্লাল হোসেন (৫০) নামে এক ব্যক্তির মাথাবিহীন মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার বেলা ১২টার দিকে উপজেলার কলতাপাড়ার বাড়ির পাশে কাঠ বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত বিল্লাল হোসেন একই এলাকার মৃত রেহাজ উদ্দিনের ছেলে। তিনি মীরেরটেক বাজারের মুদি দোকানদার।
বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করে সোনারগাঁও থানার মীরেরটেক পুলিশ ফাঁড়ির সহকারী পরিদর্শক (এসআই) মো. তোফাজ্জল হোসেন বলেন, ‘এলাকাবাসী কাঠ বাগানে মাথাবিহীন মরদেহ দেখতে পেয়ে পুলিশকে জানায়। পরে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হচ্ছে।’
নিহতের চাচাতো ভাই নেহাল উদ্দিনের বরাত দিয়ে তিনি বলেন, ‘গতকাল সন্ধ্যায় ঘর থেকে বের হয়ে যাওয়ার পর থেকেই নিখোঁজ ছিলেন বিল্লাল হোসেন। তবে, এ ঘটনায় কেউ থানায় কোনো অভিযোগ দেয়নি। সকালে এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে বাড়ির পাশে কাঠ বাগানে এসে মরদেহের শরীর ও পোশাক দেখে পরিচয় শনাক্ত করা হয়। তবে, কে বা কারা এই কাজ করেছে, সে বিষয়ে কিছুই বলতে পারেনি কেউ।’
সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, ‘কী কারণে কারা তাকে হত্যা করে মাথা কেটে নিয়ে গেছে, আর শরীরটা জঙ্গলে ফেলে গেছে এখনো জানা যায়নি। এ বিষয়ে তদন্ত চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া করা হবে।’
Comments