সাড়ে ৪ লাখ ইয়াবাসহ মিয়ানমারের ৩ নাগরিক আটক
বঙ্গোপসাগরে ছেড়া দ্বীপের দক্ষিণে সাড়ে চার লাখ পিস ইয়াবা ও প্রায় সাড়ে নয় লাখ মিয়ানমারের মুদ্রাসহ তিন মিয়ানমার নাগরিককে আটক করা হয়েছে।
গতকাল রবিবার রাতে কোস্টগার্ডের এক অভিযানে ছেড়া দ্বীপের পাঁচ নটিক্যাল মাইল দক্ষিণ থেকে তাদের আটক করা হয়।
আজ বাংলাদেশ কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার এম হামিদুল ইসলাম এর সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাতে মিয়ানমার থেকে একটি কাঠের নৌকা বাংলাদেশের দিকে আসতে দেখা যায়। পরে, নৌকাটি তল্লাশি করে সাড়ে চার লাখ পিস ইয়াবা ও নয় লাখ ৫১ হাজার কিয়াত (মিয়ানমারের মুদ্রা) জব্দ করা হয় এবং নৌকায় থাকা তিন মিয়ানমারের নাগরিককে আটক করা হয়।
আটককৃতদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
Comments