টি-টোয়েন্টিতেও টেস্টের চিন্তায় রাহি

সোমবার একাডেমি মাঠে ফরচুন বরিশালের হয়ে অনুশীলন করতে এসেও লাল বলের চিন্তা ঘিরে ধরল তাকে
Abu Jayed Chowdhury
ছবি: ফিরোজ আহমেদ

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে বেশ বিবর্ণ আবু জায়েদ রাহি। চার ম্যাচ খেলে তিন উইকেট পেয়েছেন,  প্রতি ম্যাচেই আলগা বল দিয়ে রান বিলিয়েছেন প্রচুর। তবে সেসব নিয়ে খুব একটা ভাবিত নন। বরং  জানুয়ারি মাসে সিরিজ খেলতে আসছে ওয়েস্ট ইন্ডিজ। টি-টোয়েন্টির মাঝেও তাই লাল বলের চিন্তা ভর করেছে তার মাথায়।

সব কিছু ঠিক থাকলে জানুয়ারিতে তিন ওয়ানডে আর দুই টেস্টের সিরিজ খেলতে আসবে ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের পেস আক্রমণে সবচেয়ে বড় ভরসা হয়েই সেখানে পারফর্ম করতে হবে রাহিকে।

সোমবার একাডেমি মাঠে ফরচুন বরিশালের হয়ে অনুশীলন করতে এসেও লাল বলের চিন্তা ঘিরে ধরল তাকে। তার মতে টেস্ট বিশেষজ্ঞদের এসব টুর্নামেন্টের মাঝেই অনুশীলন করতে হবে টেস্টের,  ‘আসলে আমরা যারা টেস্ট খেলোয়াড় আছি তাদের ভেতরে ভেতরে কিছু অনুশীলন করা উচিত। যেহেতু টেস্ট শুরুর আগে খুব বেশি সময় পাবো না, দীর্ঘ পরিসরের ক্রিকেটও তেমন একটা নাই। আমার কাছে মনে হয় টেস্ট বোলাররা আরও বেশি সময় বল করা, নতুন বলে বল করা এগুলো নিজে নিজে করতে হবে।’

২০১৮ সালে অভিষেকের পর থেকেই টেস্টে বাংলাদেশের ভরসা হয়ে উঠেন রাহি। এ পর্যন্ত ৯ টেস্ট খেলে নিয়েছেন ২৪ উইকেট। এই সময়ে বাকি পেসারদের কেউই তার ধারেকাছে নেই।

টি-টোয়েন্টি দিয়ে টেস্টের প্রস্তুতিটা ঠিক আদর্শ কিনা সে প্রশ্ন আছে। তবে তার মতে যেকোনো সংস্করণেই ক্রিকেটে মাঠে ফেরাটা দরকার ছিল আগে, ‘আদর্শ কিনা…(টি-টোয়েন্টির মধ্যে টেস্টের প্রস্তুতি) টুর্নামেন্ট দরকার ছিল কারণ আগে আমার ক্রিকেটে ফিরতে হবে, তারপরে ফিটনেসে ফিরতে হবে। ক্রিকেটটা শুরু হয়েছে। ২৫ তারিখ থেকে যে ক্যাম্পটা শুরু হবে হয়তোবা সেখানে আমরা আবারও লাল বলে অনুশীলন শুরু করবো।’

‘বিসিএল বা এরকম কোন টুর্নামেন্ট হয়, আমরা যখন শুরু করেছিলাম এরকম বিসিএল বা ২-৩ টা অনুশীলন ম্যাচ হলে আমাদের জন্য ভালো হবে।’

 

  

 

 

 

Comments

The Daily Star  | English
interim government struggles with decision-making

Interim govt struggling on many fronts

The government on around a dozen occasions has backtracked on its decisions during its two months in office, casting doubts about its resolve.

15h ago