হবিগঞ্জে বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৮
হবিগঞ্জের নবীগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে বিআরটিসির বাস ও একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে আট জন নিহত হয়েছেন। আজ সোমবার উপজেলার সাতাইল এলাকায় বিকেল পৌনে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান দুর্ঘটনার বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঢাকা-সিলেট মহাসড়কে সাতাইল এলাকায় ঢাকা থেকে আসা সিলেটগামী একটি বিআরটিসি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই আট জন মারা যান।
নিহতদের ছয় জন অটো রিকশার যাত্রী এবং দুইজন বাসের যাত্রী। তবে, এখনও কারও নাম পরিচয় জানা যায়নি বলে জানান ওসি।
Comments