ভ্যাকসিনের জন্য ভারতকে বেশি দিন অপেক্ষা করতে হবে না: মোদি
করোনাভাইরাসের ভ্যাকসিনের জন্য ভারতবাসীকে খুব বেশি অপেক্ষা করতে হবে না বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
এনডিটিভি জানায়, আজ সোমবার আগ্রা মেট্রো রেল উদ্বোধনের সময় ভিডিও কনফারেন্সে তিনি এ কথা বলেন। তবে, সংক্রমণ প্রতিরোধে কোনো শিথিলতা দেখানো যাবে না বলেও স্মরণ করিয়ে দেন তিনি।
প্রধানমন্ত্রী তার বক্তব্য শেষ করার আগে বলেন, ‘একটি জিনিস আমি অবশ্যই আপনাদের মনে করিয়ে দিতে চাই যে ভ্যাকসিনের জন্য আমরা অপেক্ষা করছি। কিন্তু, গত কয়েকদিন আমি বিজ্ঞানীদের সঙ্গে দেখা করেছি। আমি বুঝতে পেরেছি যে আমাদের এর জন্য আর দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে না।’
‘তবে, ভাইরাস সংক্রমণ প্রতিরোধে আমাদের দিক থেকে কোনও শিথিলতা থাকা উচিত নয়। মাস্ক পরা এবং দুই গজ দূরত্ব বজায় রাখতেই হবে,’ যোগ করে তিনি।
Comments