ঘন কুয়াশায় শিমুলিয়া-বাংলাবাজার রুটে নৌ চলাচল বন্ধ

ঘন কুয়াশার কারণে মুন্সিগঞ্জের শিমুলিয়া ও মাদারীপুরের বাংলাবাজার রুটে নৌযান চলাচল বন্ধ আছে। আজ মঙ্গলবার সকালে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) শিমুলিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মোহাম্মদ ফয়সাল দ্য ডেইলি স্টারকে বলেন, কখন নৌ যান চলাচল শুরু হবে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।
Munsiganj_Fog_8Dec20.jpg
স্টার ফাইল ছবি

ঘন কুয়াশার কারণে মুন্সিগঞ্জের শিমুলিয়া ও মাদারীপুরের বাংলাবাজার রুটে নৌযান চলাচল বন্ধ আছে। আজ মঙ্গলবার সকালে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) শিমুলিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মোহাম্মদ ফয়সাল দ্য ডেইলি স্টারকে বলেন, কখন নৌ যান চলাচল শুরু হবে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।

দুর্ঘটনা এড়াতে মঙ্গলবার ভোররাতে ফেরি, স্পিডবোট ও লঞ্চ চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ। মাঝ পদ্মায় তিনটি ফেরি আটকা পড়ে। শিমুলিয়া ও বাংলাবাজার ঘাটে প্রায় পাঁচ শতাধিক যানবাহন পারের অপেক্ষায় আছে।

মোহাম্মদ ফয়সাল আরও বলেন, ‘এর মধ্যে পণ্যবাহী গাড়ির সংখ্যাই বেশি। ফেরি চলাচল স্বাভাবিক হলে গাড়ির চাপ কমে যাবে। স্বাভাবিক সময়ে এই রুটে ১৩টি ফেরি চলাচল করে।’

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডাব্লিউটিএ) শিমুলিয়া ঘাটের সহকারী পরিচালক মো. শাহদাত হোসেন বলেন, ‘কুয়াশায় দৃষ্টিসীমা কমে আসায় ৮৭টি লঞ্চ ও চার শতাধিক স্পিডবোট চলাচল বন্ধ রাখা হয়েছে।’

Comments