যশোরে শিশু উন্নয়ন কেন্দ্র থেকে পলাতক ৪ জনকে উদ্ধার
যশোরে শিশু উন্নয়ন কেন্দ্র থেকে পালিয়ে যাওয়া আট শিশুর মধ্যে চার জনকে উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে একজন এবং গতকাল রাতে তিন জনকে উদ্ধার করা হয়েছে।
শিশু উন্নয়ন কেন্দ্রের তত্ত্বাবধায়ক জাকির হোসেন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘পুলিশ ও সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের সহায়তায় তাদের ফিরিয়ে আনা হয়েছে। গোপালগঞ্জে আরেক জনের অবস্থান সম্পর্কে আমরা নিশ্চিত হয়েছি। আশা করা যাচ্ছে, আজকের মধ্যে তাকেও ফেরত আনা সম্ভব হবে।’
সূত্র জানায়, কোনো জেলা থেকে কিশোর অপরাধীকে উন্নয়ন কেন্দ্রে আনার পরে প্রথমে আইসোলেশনে রাখা হয়। পালিয়ে যাওয়া আট জনকেও আইসোলেশন সেন্টারে রাখা হয়েছিল। সোমবার ভোররাতে আইসোলেশন সেন্টারের শৌচাগারের জানালা ভেঙে তারা বের হয়। এরপর কারাগারের ভেতরে থাকা মই দিয়ে দেয়াল বেয়ে পালিয়ে যায়।
এ বিষয়ে যশোর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার তৌহিদুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেছিলেন, ‘পুলিশ সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে উদ্ধার অভিযান শুরু করেছে।’
Comments