ব্যাটসম্যানদের তাণ্ডবলীলার পর কামরুলের হ্যাটট্রিক

Kamrul Islam Rabbi
হ্যাটট্রিক করার পর কামরুলকে তামিমের অভিনন্দন। ছবি: ফিরোজ আহমেদ

বোলাররা কে কত উইকেট পাচ্ছেন, তার দিকে নজর ছিল কমই। ব্যাটসম্যানদের তেড়েফুঁড়ে খেলার  দিনে উইকেট পড়েছে মারতে গিয়েই। শেষ ওভারে তেমন এক পরিস্থিতিতে হ্যাটট্রিকসহ ৪ উইকেট তুলে নেন পেসার কামরুল ইসলাম রাব্বি।

ফরচুন বরিশালের বিপক্ষে তাণ্ডব চালিয়ে মিনিস্টার গ্রুপ রাজশাহীর মঙ্গলবার ৭ উইকেটে ২২০ রানের চূড়ায় উঠে। ইনিংসে শেষ ওভারটি করেন কামরুল। ওই ওভারের আগেই ২১০ রান উঠে গিয়েছিল রাজশাহীর।

আর সবার মতো মার খেয়েছেন তিনিও। আগের  ৩ ওভারে কামরুল দেন ৩৯ রান। শেষ ওভারের প্রথম বলে সাইফ হাসানকে ক্যাচ দিয়ে ফেরেন নুরুল হাসান। সেঞ্চুরি করা নাজমুল হোসেন শান্ত চালাতে গিয়ে পরের বলে কাভারে দেন ক্যাচ।

হ্যাটট্রিক বলের মুখোমুখি হয়ে ফরহাদ রেজা লঙ অফে দেন ক্যাচ। হ্যাটট্রিক হওয়ার পর অবশ্য কোন উল্লাস করেননি বোলার-ফিল্ডাররা। চতুর্থ বল বাউন্ডারিতে পাঠান মোহাম্মদ সাইফুদ্দিন। পঞ্চম বলে আউট হয়ে যান তিনিও। শেষ বলে ফজলে মাহমুদ রাব্বি ছক্কা মেরে শেষ করেন ইনিংস। কামরুলের ফিগার দাঁড়ায় ৪-০-৪৯-৪। এই চার উইকেটে টুর্নামেন্টে যৌথভাবে মোস্তাফিজুর রহমানের সঙ্গে সর্বোচ্চ ১৩ উইকেট পেলেন তিনি।

টি-টোয়েন্টিতে বাংলাদেশি বোলারদের মধ্যে চতুর্থ হিসেবে হ্যাটট্রিকের স্বাদ পেলেন তিনি। এর আগে আল-আমিন হোসেন, মানিক খান, আলিস আল ইসলাম করেছিলেন হ্যাটট্রিক।

Comments