রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে দুর্ঘটনায় আহত ১০, একজন গুরুতর
পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নির্মাণকাজে দুর্ঘটনায় কমপক্ষে ১০ জন শ্রমিক আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
বিদ্যুৎকেন্দ্রে শ্রমিক নিয়োগদাতা প্রতিষ্ঠান নিকিম অ্যাটমস্ট্রয়ের কর্মীরা এসময় কংক্রিটের জন্য রড প্রস্তুতের কাজ করছিলেন।
সাইট ইনচার্জ অফিসার রুহুল কুদ্দুস বলেন, ‘লোহার একটি অংশ ধসে কয়েকজন শ্রমিক আহত হয়েছেন। এদের মধ্যে মামুনের (৩০) অবস্থা গুরুতর। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
আহত অন্য শ্রমিকদের ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
Comments