অস্ট্রেলিয়ার খবর দেখাতে স্থানীয় গণমাধ্যমকে অর্থ দিতে হবে ফেসবুক, গুগলকে

ছবি: রয়টার্স

অস্ট্রেলিয়ার খবর দেখানোর জন্য ফেসবুক ও গুগলকে দেশটির স্থানীয় গণমাধ্যমকে অর্থ দিতে হবে। মঙ্গলবার গণমাধ্যমের নিজস্বতা ও স্বাধীনতা রক্ষায় এমন একটি আইনের খসড়া চূড়ান্ত করেছে অস্ট্রেলিয়া সরকার। 

বার্তা সংস্থা রয়টার্স জানায়, অস্ট্রেলিয়া সরকারের আদেশ অনুযায়ী ফেসবুক, গুগলসহ বড় সব প্রযুক্তি প্রতিষ্ঠানের সঙ্গে দেশটির সংবাদমাধ্যমগুলোর নতুন চুক্তি হবে।

অস্ট্রেলিয়ার অর্থমন্ত্রী জস ফ্রাইডেনবার্গ বলেন, 'বৃহৎ টেক সংস্থাগুলোকে তাদের প্লাটফর্মে প্রকাশিত প্রতিটি কন্টেন্টের জন্য কী পরিমাণ অর্থ দিতে হবে সেটি নিয়ে অবশ্যই স্থানীয় প্রকাশক ও সম্প্রচারকদের সঙ্গে আলোচনা করতে হবে। যদি তারা কোনও চুক্তি করতে না পারে, তবে সরকার এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।'

রাজধানী ক্যানবেরায় সাংবাদিকদের তিনি আরও বলেন, 'এটি একটি বড় সংস্কার। এটি বিশ্বে প্রথম এবং অস্ট্রেলিয়ায় কী ঘটতে চলেছে গোটা বিশ্ব তা পর্যবেক্ষণ করছে। আমাদের আইনটি ডিজিটাল দুনিয়ার নিয়মগুলো বাস্তবের আয়নায় তুলে ধরবে এবং শেষ পর্যন্ত আমাদের গণমাধ্যমের নিজস্বতাকে টিকিয়ে রাখবে।'

বর্তমান বিশ্বে ডিজিটাল বিজ্ঞাপনে সিংহভাগ আয় নিয়ে যাচ্ছে ফেসবুক গুগলের মতো প্রযুক্তি নির্ভর প্রতিষ্ঠানগুলো। সে তুলনায় ডিজিটাল কনটেন্ট তৈরি করেও গণমাধ্যমের আয় অনেক কম। করোনাভাইরাস পরিস্থিতির কারণে মিডিয়া প্রতিষ্ঠানগুলোর আয় আরও কমে গেছে।

সংবাদমাধ্যমকে টিকিয়ে রাখতেই এমন উদ্যোগ নিয়েছে অস্ট্রেলিয়া সরকার।

মঙ্গলবার ফেসবুক অস্ট্রেলিয়ার ব্যবস্থাপনা পরিচালক উইল ইসটন জানান, ফেসবুক ওই আইনটি পর্যালোচনা করবে। তিনি বলেন, 'অস্ট্রেলিয়ার নিউজ ইকোসিস্টেমকে সমর্থন করার জন্য পার্লামেন্টে যে প্রক্রিয়া অনুমোদন পাবে সে অনুযায়ী একটি কার্যকর কাঠামো তৈরি করা হবে।'

এ বিষয়ে গুগলের এক প্রতিনিধির কাছে জানতে চাওয়া হলে তিনি মন্তব্য করতে রাজি হননি। তিনি জানান, সংস্থাটি প্রস্তাবিত আইনের চূড়ান্ত সংস্করণ সম্পর্কে এখনও বিস্তারিত জানে না।

Comments

The Daily Star  | English
bad loans rise in Bangladesh 2025

Bad loans hit record Tk 420,335 crore

It rose 131% year-on-year as of March of 2025

13h ago