করোনাভাইরাস

২৪ ঘণ্টায় মৃত্যু ২৪, শনাক্ত ২১৫৯, পরীক্ষা ১৭০৪২

প্রতীকী ছবি। সংগৃহীত

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরও ২৪ জনের মৃত্যু হয়েছে। ফলে, মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ছয় হাজার ৯৩০ জনে।

একই সময়ে অ্যান্টিজেন টেস্টসহ ১৭ হাজার ৪২টি নমুনা পরীক্ষায় আরও দুই হাজার ১৫৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা হলো চার লাখ ৮৪ হাজার ১০৪ জন।

আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২৪ জনের মধ্যে ১৮ জন পুরুষ ছয় জন নারী। নতুন করে সুস্থ হয়েছেন আরও চার হাজার ৭৭২ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন চার লাখ ৫ হাজার ৯৬৬ জন। এ পর্যন্ত মোট ২৯ লাখ ১১ হাজার ৬৬৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, পরীক্ষার সংখ্যা বিবেচনায় গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১২ দশমিক ৬৭ শতাংশ এবং এখন পর্যন্ত সংক্রমণ বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৩ শতাংশ।

উল্লেখ্য, গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয় বলে জানায় সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। আর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যুর সংবাদ জানানো হয়।

Comments

The Daily Star  | English
Khaleda Zia calls for unity

Institutionalise democracy, stay united

Urging people to remain united, BNP Chairperson Khaleda Zia has said the country must quickly seize the opportunity to institutionalise the democratic system.

2h ago