ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের আগে অস্ট্রেলিয়ার অস্বস্তি
ওয়ানডে সিরিজে ভারতকে অনায়াসে হারিয়েছিল অস্ট্রেলিয়া। টি-টোয়েন্টি সিরিজে আবার স্বাগতিকদের উড়িয়ে দেয় ভারত। দুই শক্তিশালী প্রতিপক্ষের টেস্ট সিরিজে জম্পেশ লড়াইয়ের আভাস মিলছে। কিন্তু তার আগে অস্বস্তিকর খবর পেল স্বাগতিকরা।
ওয়ানডে সিরিজে চোটে পড়া ওপেনার ডেভিড ওয়ার্নার যে এখনো সেরে উঠেননি। টি-টোয়েন্টি সিরিজে বিশ্রাম পেয়েও ফিট হতে পারেননি তিনি। ফলে প্রথম টেস্টে তাকে পাচ্ছে না দল।
দ্বিতীয় ওয়ানডেতে ফিল্ডিং করতে গিয়ে পায়ের পেশিতে টান পড়ে তার। এরপর ছিটকে যান টি-টোয়েন্টি সিরিজ থেকে।
১৭ ডিসেম্বর অ্যাডিলেডে শুরু হবে দুদলের বোর্ডার-গাভাস্কার ট্রফির প্রথম টেস্ট। কিন্তু দলের সঙ্গে অ্যাডিলেড যেতে পারছেন তিনি।
সিডনিতে চিকিৎসা নেওয়া এই ওপেনার জানান আরও কিছুটা সময় লাগবে তার, ‘কম সময়ে অনেক উন্নতি হয়েছে। সিডনিতে আরও কটা দিন পুনর্বাসন প্রক্রিয়া চালালে আমার জন্য ভাল হবে।’
‘চোটের অবস্থা এখন ভাল। তবে নিজের মনের সঙ্গে মানিয়ে নিতে, টেস্ট ম্যাচের মতো কঠিন খেলায় শতভাগ দেওয়ার জন্য নিজেকে তৈরি আরও কিছুটা সময় দরকার।’
২৬ ডিসেম্বর মেলবোর্নে বক্সিং ডে টেস্টে নামার জোর সম্ভাবনা আছে তার।
Comments