সেই রিয়ালই গ্রুপ চ্যাম্পিয়ন
হারলেই বিদায়। এমনকি ড্র করলেও কোনো সুযোগ থাকছে না। এমন সমীকরণ মাথায় রেখেই বরুশিয়া মনশেনগ্লাডবাখের মুখোমুখি হয়েছিল রিয়াল মাদ্রিদ। তবে বাঁচা-মরার লড়াইয়ে দারুণ ফুটবল উপহার দেয় তারা। তাতে ছিটকে পড়ার শঙ্কা তো কাটিয়েছে বটেই, জার্মান দলটিকে হারিয়েই গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই নকআউট পর্বে জায়গা নেয় দলটি।
বুধবার আলফ্রেদো দি স্তেফানো স্টেডিয়ামে 'বি' গ্রুপের বরুশিয়া মনশেনগ্লাডবাখকে ২-০ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। ম্যাচের দুটি গোলই করেছেন করিম বেনজেমা। এর আগে প্রথম লেগের ম্যাচে প্রতিপক্ষের মাঠে ২-২ ড্র করেছিল লস ব্লাঙ্কোসরা।
এদিন ম্যাচের শুরু থেকেই দারুণ ফুটবল উপহার দেয় রিয়াল। ফরোয়ার্ডদের ব্যর্থতা ও মনশেনগ্লাডবাখের গোলরক্ষক ইয়ান সমেরের অসাধারণ কিছু সেভে ব্যবধান বড় হয়নি। অন্যথায় বড় জয় পেতে পারতো স্প্যানিশ ক্লাবটি।
ম্যাচের নবম মিনিটেই এগিয়ে যায় স্বাগতিকরা। ডান প্রান্ত থেকে লুকাস ভাসকেসের ক্রসে লাফিয়ে উঠে অসাধারণ এক হেডে লক্ষ্যভেদ করেন বেনজেমা। ৩১তম মিনিটে আরও একটি নিখুঁত হেডে ব্যবধান দ্বিগুণ করেন এ ফরাসি তারকা। একই প্রান্ত থেকে এবার রদ্রিগোর ক্রসে লক্ষ্যভেদ করেন তিনি। আসরে এটা তার চতুর্থ গোল।
তবে এর আগে ২৫তম মিনিটে গোল খেতে পারতো রিয়াল। পাল্টা আক্রমণ থেকে গোলরক্ষক থিবো কোর্তোয়াকে একা পেয়েও লক্ষ্যভেদ করতে পারেননি আলাসাঁ প্লিয়া। শট নেন পোস্টের বাইরে দিয়ে।
৩৯তম মিনিটে ব্যবধান বাড়াতে পারতো রিয়াল। ভাসকেসের পাস থেকে লুকা মদ্রিচের নেওয়া শট গোলরক্ষক ঝাঁপিয়ে ঠেকালেও বল পোস্টে লেগে ফিরে আসে। ৬৩তম মিনিটে টনি ক্রুসের জোরালো শট ঝাঁপিয়ে কর্নারের বিনিময়ে ঠেকান গোলরক্ষক সমের। তবে দুই মিনিট পর ব্যবধান কমানোর সুযোগ ছিল মনশেনগ্লাডবাখের। একেবারে ফাঁকায় বল পেয়েও বাইরে মারেন প্লিয়া।
৬৬তম মিনিটে ভালো সুযোগ নষ্ট করেন রদ্রিগো। তার শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। ৭৩তম মিনিটে রামোসের হেডও ঝাঁপিয়ে ঠেকান মনশেনগ্লাডবাখ গোলরক্ষক সমের। ফিরতি বলে শট নিয়েছিলেন বেনজেমা। কিন্তু তার শট বারপোস্টে লেগে ফিরে আসে। পাঁচ মিনিট পর বেনজেমার পাস থেকে ভাসকেসের নেওয়া শটও পোস্টে লেগে ফিরে আসে।
ম্যাচের শেষ মিনিটেও সুযোগ ছিল বেনজেমার। কিন্তু এবারও তাকে হতাশ করেন মনশেনগ্লাডবাখ গোলরক্ষক সমের। তবে ঠিকই ম্যাচ জিততে নিয়েছে রিয়াল। জায়গা করে নিয়েছে দ্বিতীয় রাউন্ডে। দিনের অপর ম্যাচে ইন্টার মিলান ও শাখতার দোনেস্ক গোলশূন্য ড্র করায় হেরেও শেষ ষোলোয় জায়গা পেয়েছে মনশেনগ্লাডবাখ।
ছয় ম্যাচে রিয়ালের সংগ্রহ ১০ পয়েন্ট। দ্বিতীয় স্থানে থাকা মনশেনগ্লাডবাখের পয়েন্ট ৮। তাদের সমান ৮ পয়েন্ট শাখতারেরও। তবে মুখোমুখি লড়াইয়ে পিছিয়ে ইউরোপা লিগে খেলতে হবে ইউক্রেনের দলটির। ৬ পয়েন্ট নিয়ে তলানিতে থেকে বিদায় নিয়েছে ইন্টার।
Comments