৯ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া ফেরি চলাচল শুরু
ঘনকুয়াশার কারণে নয় ঘণ্টা বন্ধ থাকার পর আজ বৃহস্পতিবার সকাল ৯টায় শুরু হয়েছে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথের ফেরি চলাচল।
নৌপথের দুর্ঘটনা এড়াতে আজ ভোররাত ১২ থেকে ফেরি চলাচল বন্ধ রাখে বাংলাদেশ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিটিসি) কর্তৃপক্ষ।
বিআইডব্লিটিসি আরিচা কার্যালয়ের বাণিজ্য বিভাগের ব্যবস্থাপক সালাম হোসেন দ্য ডেইলি স্টারকে বলেছেন, ‘পদ্মায়কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় ও ফেরির মার্কিং বাতির অস্পষ্টতার কারণে ভোররাত ১২টা থেকে এই নৌপথে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। কুয়াশা কেটে গেলে, সকাল ৯টা থেকে ফেরি চলাচল শুরু হয়।’
নৌপথে ১৬টি ফেরি সচল আছে, বলেও জানিয়েছেন তিনি।
দীর্ঘ সময় ফেরিচলাচল বন্ধ থাকায় পাটুরিয়া ঘাট এলাকায় আটকা পড়েছে পণ্যবাহী ট্রাক ও যাত্রীবাহী বাসসহ পাঁচশতাধিক যানবাহন।
অগ্রাধিকারভিত্তিতে পচনশীল, জরুরি পণ্য ও যাত্রীবহনকারী গাড়িগুলোকে পার করা হবে এবং পরবর্তীতে পর্যায়ক্রমে পণ্যবাহী ট্রাক-কাভার্ডভ্যান পার করা হবে বলে জানিয়েছেন বিআইডব্লিটিসি কর্মকর্তা।
গত পাঁচদিন ধরে ঘনকুয়াশার কারণে এই নৌপথে ফেরি চলাচল ব্যহত হচ্ছে। দীর্ঘ সময় ঘাট এলাকায় আটকা পড়া যাত্রী ও যানবাহনের চাল-শ্রমিকদের পোহাতে হয় নানা দুর্ভোগ।
Comments