করোনায় সংগীতার সেলিম খানের মৃত্যু

ছয় দিন লড়াই করে করোনার কাছে হার মানলেন দেশের ঐতিহ্যবাহী অডিও-ভিডিও প্রযোজনা সংস্থা সংগীতার কর্ণধার সেলিম খান।
Selim Khan
অডিও-ভিডিও প্রযোজনা সংস্থা সংগীতার কর্ণধার সেলিম খান। ছবি: সংগৃহীত

ছয় দিন লড়াই করে করোনার কাছে হার মানলেন দেশের ঐতিহ্যবাহী অডিও-ভিডিও প্রযোজনা সংস্থা সংগীতার কর্ণধার সেলিম খান।

আজ সকাল ৭টায় তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর।

সংবাদটি দ্য ডেইলি স্টার অনলাইনকে নিশ্চিত করেছেন সংগীতার সিইও রবিন ইমরান।

তিনি বলেছেন, ‘সেলিম খান করোনা আক্রান্ত হলে তাকে গত ৪ ডিসেম্বর রাজধানীর ইমপালস হাসপাতালে ভর্তি করা হয়। তারপর অবস্থার অবনতি হলে গতকাল  ৯ ডিসেম্বর লাইফ সাপোর্টে রাখা হয়। কিন্তু, অবশেষে চলেই গেলেন তিনি।’

তিনি আরও বলেছেন, ‘আজ বাদ আসর লক্ষ্মীবাজারে সেলিম খানের বাসভবনের সামনে জানাজা শেষে জুরাইন গোরস্থানে তাকে দাফন করা হবে।’

৮০’র দশকে সেলিম খানের হাত ধরে সংগীতার জন্ম। রাজধানীর পাটুয়াটুলী  সবচেয়ে বড় সংগীত প্রযোজনা-পরিবেশনা প্রতিষ্ঠান হিসেবে সংগীতা নিজের অবস্থান ধরে রাখে টানা চার দশক। এই প্রতিষ্ঠানের মাধ্যমে দেশের অনেক জনপ্রিয় শিল্পীর উথান হয়েছে।

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

2h ago