প্রধানমন্ত্রী প্রমাণ করেছেন বাঙালি বীরের জাতি: সেতুমন্ত্রী
পদ্মা সেতুর সর্বশেষ অর্থাৎ ৪১তম স্প্যান বসানো সম্পন্ন হওয়ার পর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘সব চ্যালেঞ্জ মোকাবিলা করে প্রধানমন্ত্রী প্রমাণ করেছেন বাঙালি বীরের জাতি, আমরা পারি।’
আজ বৃহস্পতিবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপ-প্রধান তথ্য কর্মকর্তা আবু নাসের বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।
সূত্র দ্য ডেইলি স্টারকে জানিয়েছে পদ্মা সেতুর ৪১তম স্প্যান বসানোর কাজ সম্পন্ন হওয়ার পরপরই তাৎক্ষণিক বিষয়টি প্রধানমন্ত্রীকে জানিয়েছেন ওবায়দুল কাদের।
এর আগে, আজ বেলা ১২টা ২ মিনিটের দিকে পদ্মা সেতুর ৪১তম স্প্যান বসানো হয়েছে। যার মাধ্যমে দৃশ্যমান হয়েছে ছয় হাজার ১৫০ মিটারের পুরো সেতু। সংযোগ হয়েছে মাওয়া ও জাজিরা প্রান্ত। ৪০তম স্প্যান বসানোর ছয়দিনের মাথায় এ স্প্যানটি বসানো হয়েছে।
২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর পদ্মা সেতুতে বসে প্রথম স্প্যানটি। এরপর ২০১৮ সালে বসানো হয় চারটি স্প্যান, ২০১৯ সালে ১৪টি, ২০২০ সালে বসানো হয় ২২টি স্প্যান। প্রথম স্প্যান থেকে ধারাবাহিকভাবে বসিয়ে শেষ পর্যন্ত আসতে সময় লেগেছে ৩৮ মাস ১০ দিন।
আরও পড়ুন:
পদ্মা সেতুর শেষ স্প্যান বসানো সম্পন্ন
পদ্মা সেতুতে শেষ স্প্যান বসানোর কাজ চলছে
Comments