হ্যাকাররা ইউরোপ থেকে ভ্যাকসিন ডেটা চুরি করেছে: ফাইজার
ফাইজার ও বায়োএনটেক অভিযোগ করেছে, ইউরোপের ওষুধ নিয়ন্ত্রক সংস্থায় এক সাইবার অ্যাটাকে তাদের কোভিড-১৯ ভ্যাকসিন সম্পর্কিত ডেটা চুরি হয়েছে।
মার্কিন প্রতিষ্ঠান ফাইজার ও তাদের জার্মান পার্টনার বায়োএনটেক গতকাল বুধবার এ অভিযোগ করেছে বলে জানিয়েছে আল জাজিরা।
সংবাদ প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইউরোপে ওষুধের অনুমোদন দেয় দ্য ইউরোপিয়ান মেডিসিনস এজেন্সি (ইএমএ)। প্রতিষ্ঠানটি সাইবার অ্যাটাকের শিকার হওয়ার কথা জানালেও বিস্তারিত তথ্য প্রকাশ করেনি।
ভ্যাকসিন উৎপাদনকারী প্রতিষ্ঠান দুটির পক্ষ থেকে বলা হয়েছে, ইএমএ নিশ্চিত করেছে যে ভ্যাকসিন অনুমোদনের টাইমলাইনের ওপর সাইবার আক্রমণের কোনো প্রভাব পরবে না।
যুক্তরাজ্য, বাহরাইন ও কানাডায় ইতোমধ্যে অনুমোদন পেয়েছে ফাইজার-বায়োএনটেকের করোনা ভ্যাকসিন। তবে, ইউরোপীয় ইউনিয়ন এখনও ভ্যাকসিনটি পর্যবেক্ষণ করছে। তাদের পর্যবেক্ষণ ২৯ ডিসেম্বর শেষ হবে বলে জানানো হয়েছে। তবে, এই সময় পরিবর্তন হওয়ারও সম্ভাবনা রয়েছে।
এই সাইবার অ্যাটাকের বিষয়ে আইনি সহায়তা নেওয়া হচ্ছে জানিয়ে এক বিবৃতিতে ইএমএ জানিয়েছে, ‘তদন্ত চলমান থাকায় বিস্তারিত তথ্য জানানো সম্ভব হচ্ছে না। যথাসময়ে তা জানানো হবে।’
আরও পড়ুন: ৯৫ শতাংশ কার্যকারিতা নিয়ে ফাইজারের করোনা ভ্যাকসিনের ট্রায়াল শেষ
অ্যালার্জি থাকলে ফাইজারের ভ্যাকসিন নয়: এমএইচআরএ
যুক্তরাজ্যে প্রথম করোনার ভ্যাকসিন পেলেন ৯০ বছরের নারী
Comments