স্কুলছাত্র আয়াজ হত্যা: ১ জনের আমৃত্যু কারাদণ্ড ও ৫ জনের যাবজ্জীবন

রাজধানীর ধানমন্ডি গভ. ল্যাবরেটরি হাইস্কুলের ছাত্র আয়াজ হক হত্যা মামলায় একজনকে আমৃত্যু ও পাঁচ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত৷ আজ বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মো. ইকবাল হোসেন এ রায় ঘোষণা করেন।
প্রতীকী ছবি

রাজধানীর ধানমন্ডি গভ. ল্যাবরেটরি হাইস্কুলের ছাত্র আয়াজ হক হত্যা মামলায় একজনকে আমৃত্যু ও পাঁচ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত৷ আজ বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মো. ইকবাল হোসেন এ রায় ঘোষণা করেন।

আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত আসামি হলেন— ইনজামামুন ইসলাম ওরফে জিসান। এ ছাড়া মশিউর রহামন, তৌহিদুল ইসলাম আরাফ, তৌহিদুল ইসলাম শুভ, আবু সালেহ মো. নাসিম ও আরিফ হোসেন রিগানকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। তারা সবাই সিটি কলেজের ছাত্র। আসামিদের মধ্যে জিসান ও আরাফ বন্দি আছেন, বাকিরা পলাতক।

আদালত সূত্র জানায়, ২০১৪ সালের ৯ জুন ধানমন্ডিতে ফুটবল খেলা নিয়ে বিরোধের জের ধরে আয়াজ হককে আসামিরা হত্যা করেন। ওই ঘটনায় আয়াজের বাবা অ্যাডভোকেট শহীদুল হক ধানমন্ডি থানায় হত্যা মামলা দায়ের করেছিলেন।

Comments

The Daily Star  | English

Fashion brands face criticism for failure to protect labour rights in Bangladesh

Fashion brands, including H&M and Zara, are facing criticism over their lack of action to protect workers' basic rights in Bangladesh, according to Clean Clothes Campaign (CCC)..One year after a violent crackdown by state actors and employers against Bangladeshi garment workers protesting

7m ago