স্কুলছাত্র আয়াজ হত্যা: ১ জনের আমৃত্যু কারাদণ্ড ও ৫ জনের যাবজ্জীবন

প্রতীকী ছবি

রাজধানীর ধানমন্ডি গভ. ল্যাবরেটরি হাইস্কুলের ছাত্র আয়াজ হক হত্যা মামলায় একজনকে আমৃত্যু ও পাঁচ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত৷ আজ বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মো. ইকবাল হোসেন এ রায় ঘোষণা করেন।

আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত আসামি হলেন— ইনজামামুন ইসলাম ওরফে জিসান। এ ছাড়া মশিউর রহামন, তৌহিদুল ইসলাম আরাফ, তৌহিদুল ইসলাম শুভ, আবু সালেহ মো. নাসিম ও আরিফ হোসেন রিগানকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। তারা সবাই সিটি কলেজের ছাত্র। আসামিদের মধ্যে জিসান ও আরাফ বন্দি আছেন, বাকিরা পলাতক।

আদালত সূত্র জানায়, ২০১৪ সালের ৯ জুন ধানমন্ডিতে ফুটবল খেলা নিয়ে বিরোধের জের ধরে আয়াজ হককে আসামিরা হত্যা করেন। ওই ঘটনায় আয়াজের বাবা অ্যাডভোকেট শহীদুল হক ধানমন্ডি থানায় হত্যা মামলা দায়ের করেছিলেন।

Comments

The Daily Star  | English

Netanyahu says Israel close to meeting its goals in Iran

JD Vance says US at war with Iran's nuclear programme, not Iran

18h ago