কুমিল্লায় রেস্তোরাঁর খাবার খেয়ে উপনির্বাচনে দায়িত্বরত শতাধিক পুলিশ সদস্য অসুস্থ
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপনির্বাচনে দায়িত্বরত শতাধিক পুলিশ সদস্য স্থানীয় একটি রেস্তোরোঁয় খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন। গতকাল রাত ১০টার দিকে ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদ উপনির্বাচনের দায়িত্বে থাকা এসব পুলিশ সদস্য ওই রেস্তোরাঁয় খাবার খান।
আজ বৃহস্পতিবার ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল আলম দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘৪১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরমধ্যে আট জন রিকুজিশন গাড়ির চালক আছেন। বাকিরা পুলিশ সদস্য। একজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’
অসুস্থ পুলিশ সদস্যদের চিকিৎসার খোঁজ নিতে রাত ১টার দিকে জেলা সিভিল সার্জন ডা. মো. নিয়াতুজ্জামান ব্রাহ্মণপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অসুস্থ পুলিশ সদস্যদের জরুরি চিকিৎসাসেবার ব্যবস্থা করেন।
এ সময় সেখানে ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নির্বাচনী দায়িত্ব পালনে কোনো সমস্যা হবে না বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার আজিমুল আহসান।
পুলিশ সুপার বলেন, ‘অসুস্থ পুলিশ সদস্যদের স্থানান্তর করে রিজার্ভ থেকে নতুন পুলিশ, আনসার দায়িত্বে নিয়োজিত করা হয়েছে।
Comments