চার ব্যাটেলগ্রাউন্ড স্টেটে ভোট বাতিলে সুপ্রিম কোর্টে ট্রাম্পের আবেদন
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জর্জিয়া, মিশিগান, পেনসিলভেনিয়া ও উইসকনসিনের কয়েক মিলিয়ন ভোট বাতিল করার অনুরোধ জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেছেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গুরুত্বপূর্ণ এই চার রাজ্যে জয় পেয়েই জো বাইডেন প্রয়োজনীয় সংখ্যক ইলেকটোরাল ভোট পান।
সিএনএন জানায়, টেক্সাসের অ্যাটর্নি জেনারেল কেন প্যাকসটন এসব রাজ্যের ভোট বাতিলের মামলার পর, গতকাল বুধবার ট্রাম্প একই অনুরোধ করে সুপ্রিম কোর্টে আবেদন করেন।
আইনজীবী জন ইস্টম্যান ট্রাম্পের হয়ে এ আবেদন জমা দেন। ইস্টম্যান এবারের নির্বাচনে ভাইস-প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত কমলা হ্যারিসের বাবা-মা অভিবাসী হওয়ার বিষয়ে প্রশ্ন তুলে সম্প্রতি আলোচনায় আসেন।
এদিকে, গতকাল উচ্চ আদালত পেনসিলভেনিয়াতে রিপাবলিকানদের নির্বাচনের ফল প্রত্যয়নের আবেদন খারিজ করে দিয়েছে। ট্রাম্প গত কয়েক সপ্তাহ ধরে তার দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার জন্য মরিয়া হয়ে নির্বাচনের ফলাফল নিয়ে মামলা ও আপিল করে যাচ্ছেন।
সুপ্রিম কোর্টে করা আবেদনে তিনি বলেন, 'আমাদের দেশ গভীরভাবে বিভক্ত। ১৮৬০ সালের নির্বাচনের পর এমন আর হয়নি। বিরোধী দলের বিষয়ে অবিশ্বাস তৈরি হয়েছে। গুরুত্বপূর্ণ রাজ্যের নির্বাচন কর্মকর্তারা স্পষ্টভাবে পক্ষপাতদুষ্ট। রাজ্যের নির্বাচন আইন মেনে নির্বাচন পরিচালনা করতে তারা ব্যর্থ হয়েছেন।'
টেক্সাসের মামলার মতো করে তার আবেদনে বলা হয়, 'রাজ্যগুলোতে মহামারির "অজুহাতে" ব্যালট সংক্রান্ত রাষ্ট্রীয় আইনের প্রতি "অবজ্ঞা" করা হয়েছে।'
রাজ্যগুলোর আইনসভায় এবারের নির্বাচনের ফলাফল পর্যালোচনা না করে 'সাংবিধানিকভাবে দুর্বল ফলাফল' মেনে না নিতে আদালতকে অনুরোধ করেন।
কোনও রাজ্যে যদি নির্বাচনের ফলাফল অনুযায়ী ইতোমধ্যে ইলেকটোরাল কলেজে ভোটের ঘোষণা হয়ে থাকে, আইনসভার সে ক্ষেত্রে 'নতুন নির্বাচিতদের' সুযোগ দেওয়ার অধিকার আছে বলে আবেদনে জোর দেন তিনি।
Comments