আফগানিস্তানে গুলি করে নারী সাংবাদিককে হত্যা
আফগানিস্তানের পূর্বাঞ্চলে বন্দুকধারীদের হামলায় নারী সাংবাদিক মালালা মাইওয়ান্দ ও তার গাড়ি চালক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার জালালাবাদ যাওয়ার পথে তারা হামলার শিকার হন।
বন্দুকধারীরা মালালার গাড়িতে গুলি চালায় এবং এতে তিনি ও তার চালক মোহাম্মদ তাহির নিহত হন। এখন পর্যন্ত এ হামলার দায় কেউ স্বীকার করেনি।
ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়ন আফগানিস্তানে সাম্প্রতিককালের হত্যাকাণ্ড নিয়ে নিন্দা জানিয়ে একটি বিবৃতি জারির পর এ হত্যাকাণ্ড ঘটলো।
এনিকাস টিভি ও রেডিওর সাংবাদিক মালালা মাইওয়ান্দের ওপর হামলার পর হামলাকারীরা ওই এলাকা ছেড়ে পালিয়ে গেছে বলে আঞ্চলিক গভর্নরের মুখপাত্র আতাউল্লাহ খোগিয়ানি স্থানীয় গণমাধ্যমকে জানান।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, মাইওয়ান্দ একজন সমাজকর্মীও ছিলেন এবং এর আগে আফগানিস্তানে নারী সাংবাদিকের চ্যালেঞ্জের বিষয়ে কথা বলেছিলেন। তার মা একজন অধিকারকর্মী ছিলেন এবং পাঁচ বছর আগে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে নিহত হন।
আফগানিস্তানে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত অ্যালিসন ব্লেক এ হত্যাকাণ্ডের তদন্তের আহ্বান জানিয়েছেন।
Comments