যশোরে শিশুকে বলাৎকারের অভিযোগে গ্রেপ্তার ১
যশোরে আট বছর বয়সী এক ছেলে শিশুকে বলাৎকারের অভিযোগে এক জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অসুস্থ শিশুটিকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনায় কমলচন্দ্র কর্মকার (৫০) নামে এক জনকে আটক করেছে। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে শহরের ষষ্ঠিতলাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
শিশুটির বাবা মোহাম্মাদ শাহীন জানান, কমলচন্দ্র কর্মকার তার সন্তানকে বল কিনে দেওয়ার কথা বলে ফুঁসলিয়ে নিজের ঘরে নিয়ে বলাৎকার করে। ঘটনা শুনে তিনি যশোর কোতয়ালী থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেছেন। পুলিশ পরে অভিযান চালিয়ে ষষ্ঠিতলা এলাকা থেকে কমলচন্দ্রকে গ্রেপ্তার করে।
কোতয়ালী থানার পরিদর্শক (তদন্ত) শেখ তাসমীম আলম জানান, নির্যাতিত শিশুটিকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসার পাশাপাশি ওই শিশুর ডাক্তারি পরীক্ষা করা হবে।
Comments