স্কুলছাত্রীকে ধর্ষণ ও ভিডিও ধারণ, গ্রেপ্তার ১
স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে মানিকগঞ্জে রাজিব হোসেন নামের এক জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সেই সঙ্গে ধর্ষণের ভিডিও ধারণ করায় রাজিবের বোন ও দুলাভাইসহ তিনজনের বিরুদ্ধে পর্ণোগ্রাফির মামলা হয়েছে।
বুধবার ওই স্কুলছাত্রীর বাবা সদর থানায় বাদী হয়ে ধর্ষণ ও পর্নোগ্রাফির মামলা করেন। বুধবার রাতেই রাজিবকে পুলিশ গ্রেপ্তার করেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ভিকটিম এবারের এসএসসি পরীক্ষার্থী। রাজিব ও তার বাড়ি একই এলাকায়। প্রেমের সম্পর্কের জের ধরে বিয়ের প্রলোভনে রাজিব গত ৩০ নভেম্বর তার বোনের বাড়িতে নিয়ে স্কুলছাত্রীকে ধর্ষণ করে। গোপনে ধর্ষণের ভিডিও ধারণ করে রাজিবের দুলাভাই। পরে সেই ভিডিও ও ছবি তার প্রবাসী স্ত্রীকে (রাজিবের বোন) পাঠায়। রাজিবের বোন সেই ভিডিও অনলাইনে স্কুলছাত্রীর পরিবারকে দেখায়।
মানিকগঞ্জ সদর থানার পরিদর্শক (অপারেশন) হাসিনা বেগম জানান, স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে রাজিবের নামে ধর্ষণ মামলা করেন। একই সঙ্গে রাজিবের বোনের স্বামী, বোন ও স্থানীয় এক গৃহবধূকে আসামি করে পর্নোগ্রাফি মামলা করেন। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
Comments