পশ্চিমবঙ্গে ‘জেএমবি’ সদস্য গ্রেপ্তার
ভারতে পশ্চিমবঙ্গ থেকে জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ। আজ শুক্রবার কলকাতা পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, ‘গতকাল রাতে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স ৫০ বছর বয়সী ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।’
তিনি আরও বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে তার মালিকাধীন প্রিন্টিং প্রেস থেকে অনেক ইসলামিক বই পাওয়া গেছে, যেগুলো দেখে ধারণা করা হচ্ছে তিনি জেএমবি কার্যক্রমে যুক্ত। গ্রেপ্তার ব্যক্তির পাসপোর্ট ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে। তার জাতীয়তা সম্পর্কে আমরা এখনো নিশ্চিত না।’
Comments