পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় ইউপি সদস্য নিহত
সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন পটুয়াখালীর দুমকী উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ডের সদস্য মো. আলমগীর হোসেন। গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে পটুয়াখালী-বাউফল সড়কের কাছে দুমকী ব্রিজ এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন দুমকী থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) মেহেদি হাসান। তিনি জানান, দুমকী উপজেলা শহর থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে দুমকী ব্রিজ এলাকায় গাছের সঙ্গে ধাক্কা লাগলে ঘটনাস্থলেই নিহত হন মো. আলমগীর হোসেন। তিনি স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবেও কর্মরত ছিলেন।
আজ জুমার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে আলমগীর হোসেনের মরদেহ দাফন করা হয় বলে জানিয়েছে পুলিশ।
Comments