পাবনায় আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে ও গুলি করে হত্যা
পাবনার আওয়ামী লীগ নেতা ও ইউপি সদস্য বকুল শেখকে (৪৫) কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহরের অনন্ত বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত বকুল শেখ সদর উপজেলার দোগাছি ইউনিয়ন পরিষদের সাত নম্বর ওয়ার্ডের সদস্য এবং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।
বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করে পাবনা সদর থানার ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাছিম আহমেদ জানান, এলাকায় আধিপাত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় দুই গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জেরে পাবনা শহরের অনন্ত বাজার এলাকায় আজ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মোকলেস গ্রুপ ও বকুল গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। সেসময় মোকলেস গ্রুপের সন্ত্রাসীরা বকুলকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে পালিয়ে যায়।
Comments