বর্ষসেরা তালিকায় না থাকায় ফিফাকে ইঙ্গিত করে নেইমারের টুইট
আগের দিনই দুর্দান্ত হ্যাটট্রিক করেছিলেন। তবে ফিফার বর্ষসেরার হিসাব তো গেল মৌসুমের পারফরম্যান্সের ভিত্তিতে। সবশেষ মৌসুমে একদম কাছে গিয়ে চ্যাম্পিয়ন্স লিগ জিততে না পারলেও নেইমার আশা করেছিলেন থাকবেন ফিফার বর্ষসেরা ফুটবলারের সংক্ষিপ্ত তালিকায়। কিন্তু রবার্ট লেভানদভস্কির সঙ্গে ক্রিশ্চিয়ানো রোনালদো আর লিওনেল মেসিকেই বেছে নেয় ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। বিষয়টি যে হজম হয়নি তা টুইটারে বুঝিয়ে দিয়েছেন পিএসজির ব্রাজিলিয়ান সুপারস্টার।
বায়ার্ন মিউনিখের পোলিশ তারকা লেভানদস্কির থাকা নিয়ে কোন সংশয় ছিল না। বাকি দুই জায়গার একটিতে নেইমারকে দেখছিলেন ফুটবল অনুরাগী অনেকেই। কিন্তু শুক্রবার নিজেদের ওয়েবসাইটে প্রকাশিত তালিকায় জায়গা পাননি নেইমার।
এরপরই তিনটি টুইট করেন। যা ফিফাকেই ইঙ্গিত করা। এই ফুটবলার প্রথম টুইটে লেখেন, ‘টেনিসে কিছু হলো না, বাস্কেটবল ধরছি।’ পরেই আরেক টুইটে লেখেন, ‘বাস্কেটবল ছাড়লাম, আমি এখন গেমার।’
তৃতীয় টুইটই সবচেয়ে ইঙ্গিতবাহী। নিজের বিমূঢ় চেহারার এক ছবি দিয়ে তাতে লেখেন, ‘আসলেই এমনটি ঘটেছে?’
নেইমারের বাবা ও এজেন্ট নেইমার সান্তোস সিনিয়রের অবশ্য রাখঢাকের বালাই নেই। ইন্সটাগ্রামে তিনি লিখেছেন, ‘আমাদের কাছে তুমি বরাবরই সেরা। ক্লাবের হয়ে, সেরা খেলোয়াড়দের সঙ্গে যোগ্যতম হয়েই থাকবে।’
সেরা তিনে লেভানদভস্কিই আছেন এগিয়ে। বায়ার্নের হয়ে গেল মৌসুমে ট্রেবল জেতেন তিনি। রোনালদো জুভেন্টাসের হয়ে সিরি আ জিতেছেন। হয়েছেন আসরের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা। সেদিক থেকে গেল মৌসুমে ক্লাবের হয়ে বড় কোন সাফল্য নেই মেসির।
আগামী ১৭ ডিসেম্বর ‘ফিফা দা বেস্ট ফুটবল অ্যাওয়ার্ডস’ ঘোষণা করা হবে।
Comments