নিউজিল্যান্ডের বড় রানের পর জেমিসনের ঝাঁজ

ব্যাটসম্যানদের দাপট আর বোলারদের তোপে ওয়েলিংটন টেস্টেও নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে কিউইরা
Kyle Jamieson
ছবি: ব্ল্যাকক্যাপস টুইটার

আগের দিন সেঞ্চুরি পাওয়া হেনরি নিকোলস নিজের রান ছাড়িয়ে দিলেন দেড়শো। শেষ দিকে নেমে ঝড়ো ফিফটি করলেন নেইল ওয়েগনার। সাড়ে চারশো ছাড়িয়ে গেল নিউজিল্যান্ড। বেসিন রিজার্ভে বাকিটা সময় ক্যারিবিয়ান ব্যাটসম্যানদের নাচিয়ে ছেড়েছেন পেসার কাইল জেমিসন।

ব্যাটসম্যানদের দাপট আর বোলারদের তোপে ওয়েলিংটন টেস্টেও নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে কিউইরা। তাদের ৪৬০ রানের জবাবে ৮ উইকেটে ১২৪ রান তুলে দিন শেষ করেছে ওয়েস্ট ইন্ডিজ। ৩৪ রানে ৫ উইকেট নিয়েছেন জেমিসন।

৬ উইকেটে ২৯৪ রান দিয়ে দিন শুরু করা স্বাগতিকরা দিনের প্রথম উইকেট হারায় আরও ৪২ রান যোগ করেন। নাইটওয়াচম্যান হিসেবে নামা জেমসিন ফেরেন ২০ রান করে। এরপর টিম সাউদি ফেরেন তড়িঘড়ি। দশে নামা ওয়েগনার তুলেন ঝড়। মাত্র ৪২ বলে ৮ চার ৪ ছক্কায় করেন ৬৬। ডাবল সেঞ্চুরির আশা জাগালেও ১৭৪ রানে থামেন নিকোলস।

বড় রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে কিউইরা। তৃতীয় ওভারেই ক্রেইগ ব্র্যাথয়েটকে ছেঁটে ফেলেন সাউদি। জেমিসনের স্পেল শুরু হয় পরে, আর ক্যারিবিয়ানদের পতনও তরান্বিত হয় তখন। ২৯ রানেই ৪ উইকেট হারিয়ে ফেলে তারা। আর ওই অবস্থা থেকে ঘুরে দাঁড়ানো হয়নি।

জারমেইন ব্ল্যাকউড একা লড়েছেন। পেয়েছেন ফিফটি। দলকে পার করেছেন একশো। সাউদির বলে ৬৯ রান করে তিনি ফেরার পর ফের দ্রুত ধস। তৃতীয় দিনে ওয়েস্ট ইন্ডিজের আশা হয়ে টিকে নেই কোন স্বীকৃত ব্যাটসম্যান।

সংক্ষিপ্ত স্কোর:

(দ্বিতীয় দিন শেষে)

নিউজিল্যান্ড প্রথম ইনিংস: ১১৪ ওভারে ৪৬০ (আগের দিন ৮৪ ওভারে ২৯৪/৬) (ল্যাথাম ২৭, ব্লান্ডেল ১৪, ইয়াং ৪৩, টেইলর ৯, নিকোলস ১৭৪, ওয়াটলিং ৩০, মিচেল ৪২, জেমিসন ২০, সাউদি ১১, ওয়েগনার ৬৬*, বোল্ট ৬ ; গ্যাব্রিয়েল ৩/৯৩, জেসন হোল্ডার ০/৮৫, জোসেফ ৩/১০৯, শেমার হোল্ডার ২/১১০, চেজ ২/৫৪)।

ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংস:  ৫২ ওভারে ১২৪/৮  (ব্র্যাথওয়েট ০, ক্যাম্পবেল ১৪, ব্র্যাভো ৭, ব্রোকস ১৪, চেজ ০, ব্ল্যাকউড ৬৯, হোল্ডার ৯, সিল্ভা ২*, জোসেফ ০, চেমার ৫ ;  সাউদি ৩/২৯, বোল্ট ০/৩২, ওয়েগনার ০/২৬, জেমিসন ৫/৩৪)

Comments

The Daily Star  | English

One month of interim govt: Yunus navigating thru high hopes

A month ago, as Bangladesh teetered on the brink of chaos after the downfall of Sheikh Hasina, Nobel Laureate Muhammad Yunus returned home to steer the nation through political turbulences.

6h ago