যশোরে দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ
যশোরের ঝিকরগাছা উপজেলায় দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে ঝিকরগাছা থানায় মামলা দায়ের করেছেন।
আজ শনিবার দুপুরে ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলায় এজাহারে বলা হয়, গতকাল বিকালে শিশুটি বাড়ির পাশে খেলছিল। সে সময় ৫২ বছর বয়সী প্রতিবেশী তাকে খেলনা কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে পাশের কলা বাগানে নিয়ে গিয়ে ধর্ষণ করেন। শিশুর চিৎকারে স্থানীয় বাসিন্দারা এগিয়ে এলে তিনি পালিয়ে যান।
আব্দুর রাজ্জাক আরও বলেন, ‘ঘটনার পর থেকে আসামি পলাতক। তাকে ধরতে পুলিশি অভিযান জোরদার করা হয়েছে।’
Comments