বিক্ষোভে উদ্বুদ্ধ করার দায়ে ইরানে সাংবাদিকের ফাঁসি

২০১৭ সালে সরকারবিরোধী বিক্ষোভে সহিংসতায় প্ররোচনা দেওয়ার দায়ে দোষী সাব্যস্ত ভিন্নমতাবলম্বী এক সাংবাদিককে মৃত্যুদণ্ড দিয়েছে ইরান। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে রয়টার্স জানায়, সহিংসতার জন্য ২০১৯ সালে আটক সাংবাদিক রুহুল্লাহ জামের মৃত্যুদণ্ডের রায় আজ শনিবার কার্যকর হয়েছে।
রুহুল্লাহ জাম। ছবি: রয়টার্স

২০১৭ সালে সরকারবিরোধী বিক্ষোভে সহিংসতায় প্ররোচনা দেওয়ার দায়ে দোষী সাব্যস্ত ভিন্নমতাবলম্বী এক সাংবাদিককে মৃত্যুদণ্ড দিয়েছে ইরান। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে রয়টার্স জানায়, সহিংসতার জন্য ২০১৯ সালে আটক সাংবাদিক রুহুল্লাহ জামের মৃত্যুদণ্ডের রায় আজ শনিবার কার্যকর হয়েছে।

গত মঙ্গলবার দেশটির সুপ্রিম কোর্ট নিম্ন আদালতে ভিন্নমতাবলম্বী এ সাংবাদিককে দেওয়া মৃত্যুদণ্ডের রায় বহাল রাখে। রুহুল্লাহর ‘আমাদ নিউজ’র ফলোয়ারের সংখ্যা ছিল ১০ লাখের বেশি।

শনিবার ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানায়, আজ সকালে কাউন্টার রেভ্যুলেশনারি আমাদ নিউজ নেটওয়ার্কের পরিচালকের ফাঁসির রায় কার্যকর করা হয়েছে।

সংস্কারপন্থি এক শিয়া ধর্মীয় নেতার ছেলে রুহুল্লাহ দেশ ছেড়ে পালিয়ে ফ্রান্সে আশ্রয় নিয়েছিলেন। গত বছর ইরানি গুপ্তচরদের হাতে ধরা পড়েন তিনি। ২০১৯ সালে অক্টোবরে ইরানের বিপ্লবী গার্ড কর্পস রুহুল্লাহকে আটকের খবর জানায়।

সুপ্রিম কোর্টের ফাঁসির এই রায়ে রায়ে নিন্দা জানিয়েছে ফ্রান্স, মানবাধিকার সংগঠন ও আন্তর্জাতিক সম্প্রদায়।

Comments