বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ২ মাদ্রাসা শিক্ষক
কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার ইবনি মাসউদ (রা.) মাদ্রাসার দুই শিক্ষক ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। শনিবার বিকেলে কুষ্টিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দেলোয়ার হোসেন জবানবন্দি গ্রহণ করেন।
এরা হলেন জেলার মিরপুর উপজেলার ধুবইল গ্রামের মো. আল আমিন (২৭) এবং পাবনার আমিনপুর থানার দিয়াড় বামুন্দি এলাকার বাসিন্দা মো. ইউসুফ আলী (২৬)। চার দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের পর আজ বিকেলে মামলার তদন্তকারী কর্মকর্তা কুষ্টিয়া মডেল থানার পরিদর্শক নিশি কান্ত সরকার এই দুজনকে আদালতে হাজির করেন।
কুষ্টিয়ার পুলিশ সুপার এসএম তানভির আরাফাত দ্য ডেইলি স্টারকে বলেন, আগামীকাল মামলার অন্যতম প্রধান দুই আসামি মাদ্রাসার দুই ছাত্রকে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দির জন্য নেওয়া হবে।
এই দুই প্রধান আসামি হলেন—কুষ্টিয়ার মিরপুর উপজেলার শিংপুর গ্রামের মো. আবু বক্কর ওরফে মিঠুন (১৯) এবং জেলার দৌলতপুর উপজেলার ফিলিপনগর (গোলাবাড়িয়া) এলাকার সবুজ ইসলাম ওরফে নাহিদ (২০)।
আরও পড়ুন:
কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর: ৪ আসামি রিমান্ডে
বঙ্গবন্ধুর ভাস্কর্যের ওপর হামলাকারীদের চরম মূল্য দিতে হবে: কাদের
‘ভাস্কর্য ভাঙার সময় পাহারায় ছিলেন ২ শিক্ষক’
বঙ্গবন্ধুর ভাস্কর্য ও ম্যুরালের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ
বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে চট্টগ্রামে ১০০ বিচারকের সমাবেশ
বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর: প্রতিবাদে রাস্তায় সরকারি কর্মকর্তা-কর্মচারীরা
Comments