বন্য পাখির মাংস বিক্রি বন্ধে সিলেটের হরিপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুর বাজারে বিভিন্ন রেস্টুরেন্টে অবৈধভাবে বন্য ও পরিযায়ী পাখির রান্না করা মাংস বিক্রি বন্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।
আজ রোববার বিকেলে এ অভিযান পরিচালনা করেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদা পারভীন।
এসময় বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন-২০১২ অবমাননা করে অবৈধভাবে বন্য পাখির মাংস বিক্রির অপরাধে হরিপুরের তারু মিয়া হোটেল ও তার পার্শ্ববর্তী আরেকটি রেস্টুরেন্টকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এর আগে শনিবার দ্য ডেইলি স্টার অনলাইনে এবং আজ রোববার প্রিন্টে হরিপুর বাজারে বন্য পাখির রান্না করা মাংস বিক্রি ও সিলেট সিটি করপোরেশনের পাঁচ কাউন্সিলরের বন্য পাখির মাংসে ভোজের প্রতিবেদন প্রকাশিত হলে তা নিয়ে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়।
এসময় বাজারের আরও একটি রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করলেও তাতে পাখির মাংস পাওয়া যায়নি। ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালনাকালে রেস্টুরেন্ট মালিকদের সতর্ক করে পরবর্তীতে পাখির মাংস বিক্রি হলে আইনগত কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় প্রশাসন।
আরও পড়ুন:
Comments