সাড়ে ৪ ঘণ্টা পর শিমুলিয়া-বাংলাবাজার রুটে ফেরি চলাচল শুরু

চলাচল শুরু হওয়ার পর ফেরিতে করে যানবাহনগুলো পার হচ্ছে। ছবি: স্টার

ঘন কুয়াশার কারণে সাড়ে চার ঘণ্টা বন্ধ থাকার পর মুন্সিগঞ্জের শিমুলিয়া-মাদারিপুরের বাংলাবাজার নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। দুর্ঘটনা এড়াতে আজ সোমবার ভোর ৫টা থেকে সকাল সাড়ে ৯টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ ছিল।

নৌপথে নৌযান চলাচলের পথে ঘন কুয়াশা বাড়তে থাকলে ফেরি পারাপার বন্ধ রাখে ঘাট কর্তৃপক্ষ। ফলে দুই ঘাটে প্রায় তিন শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় ছিল। তবে, ফেরি চলাচল স্বাভাবিক হওয়ায় যানবাহনের চাপ কমে আসে বলে জানিয়েছে ঘাট কর্তৃপক্ষ। বর্তমানে শিমুলিয়াঘাট ও বাংলাবাজার নৌরুটে ১২টি ফেরি চলাচল করছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) আবদুর নূর তুষার দ্য ডেইলি স্টারকে বলেন, ‘সাড়ে চার ঘণ্টা বন্ধ থাকার পর শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। শিমুলিয়া ঘাট এলাকায় পারাপারের অপেক্ষায় দেড় শ যাত্রীবাহী ছোটগাড়ি আছে এবং বাকিগুলো পণ্যবাহী গাড়ি। ফেরি পারাপার স্বাভাবিক হওয়ায় যাত্রী ও যানবাহনের চাপ কমে আসছে। এ ছাড়া, ফেরি বন্ধের সময় মাঝ পদ্মায় কয়েকটি ফেরি আটকা পড়েছিল। তবে, সেগুলো বর্তমানে যাত্রী ও যানবাহন গন্তব্যে পাঠিয়েছে।’

Comments