করোনাভাইরাস

ভারতে ২৪ ঘণ্টায় শনাক্ত ২৭০৭১, মৃত্যু ৩৩৬

করোনার বিরুদ্ধে লড়াইয়ে সম্মুখ সারির যোদ্ধাদের সম্মানে ভারতের দেয়ালে আঁকা গ্রাফিতি। ছবি: সংগৃহীত

ভারতে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ২৭ হাজার ৭১ জনকে শনাক্ত করা হয়েছে। এ নিয়ে ভারতে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ৯৮ লাখ ৮৪ হাজার ১০০ জনে দাঁড়াল। সংক্রমণের দিক থেকে বিশ্বের মধ্যে ভারতের অবস্থান বর্তমানে দ্বিতীয়তে।

একই সময়ে মারা গেছেন আরও ৩৩৬ জন। করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত দেশটিতে মৃত্যুবরণ করেছেন এক লাখ ৪৩ হাজার ৩৫৫ জন। আর গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩০ হাজার ৬৯৫ জন। মোট সুস্থ হয়েছেন ৯৩ লাখ ৮৮ হাজার ১৫৯ জন। ভারতে মোট শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৪ দশমিক ৯৯ শতাংশ।

আজ সোমবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে মহারাষ্ট্রে। এরপর রয়েছে কর্ণাটক, অন্ধ্র প্রদেশ, তামিল নাড়ু, কেরালা, দিল্লি ও উত্তর প্রদেশে। দেশটিতে মোট শনাক্ত ৯৮ লাখ ৮৪ হাজার ১০০ জনের মধ্যে বর্তমানে আক্রান্ত রয়েছেন তিন লাখ ৫২ হাজার ৫৮৬ জন।

ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে আট লাখ ৫৫ হাজার ১৫৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। আর এখন পর্যন্ত পরীক্ষা করা হয়েছে ১৫ কোটি ৪৫ লাখ ৬৬ হাজার ৯৯০টি নমুনা।

উল্লেখ্য, গত ৩০ জানুয়ারি ভারতে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। জনস হপকিনস ইউনিভার্সিটির করোনাভাইরাস রিসোর্স সেন্টারের তথ্য অনুযায়ী, সংক্রমণের দিক থেকে বর্তমানে বিশ্বে ভারতের অবস্থান দুই নম্বরে। ভারতের আগে রয়েছে যুক্তরাষ্ট্র ও পরে ব্রাজিল।

জনস হপকিনস ইউনিভার্সিটির সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন সাত কোটি ২২ লাখ ৫২ হাজার ৫৪১ জন এবং মারা গেছেন ১৬ লাখ ১২ হাজার ৩৬২ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন চার কোটি ৭২ লাখ ৪৯ হাজার ৩৩২ জন।

Comments

The Daily Star  | English

Israel stands down alert after Iran missile launch

Israel hits nuclear sites, Iran strikes hospital as conflict escalates

22h ago