শ্যামপুরে অগ্নিকাণ্ডে তরুণ নিহত
রাজধানীর কদমতলির শ্যামপুর এলাকার একটি টিনসেড বাড়িতে অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে দেলোয়ার হোসেন (১৯) নামে এক তরুণ নিহত হয়েছেন। অগ্নিকাণ্ডে বাড়িটির দ্বিতীয় তলার প্রায় ২১টি ঘর পুড়ে গেছে।
আজ সোমবার ভোররাত ৩টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠায় পুলিশ।
বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার লিমা খানম জানান, নামা শ্যামপুরের বড়ইতলা এলাকার সেমিপাকা টিনসেডের দোতলা বাড়িটির উপরের তলাতে রাত ২টা ৫০ মিনিটে আগুন লাগে। এতে ২১টি ঘর পুড়ে যায়। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে জানা গেছে। ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের চেষ্টায় ভোর ৪টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর একটি রুম থেকে দেলোয়ার নামে এক তরুণের মরদহ উদ্ধার করা হয়।
নিহত দেলোয়ারের ভাই জাকির হোসেন জানান, তাদের বাড়ি নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলার সিহায়া ভাসাটি গ্রামে। বাবার নাম রবি মিয়া। দুই ভাইয়ের মধ্যে দেলোয়ার ছিলেন ছোট। শ্যামপুরে সান স্টিল নামে একটি রুলিং মিলে কাজ করতেন। থাকতেন নামা শ্যামপুরের ওই বাসার দ্বিতীয় তলায়।
জাকির আরও জানান, ওই বাসার দ্বিতীয় তলায় একটি রুমে তারা ছয় জন থাকেন। রাতে অন্যরা কাজে ছিল। রুমে দেলোয়ার একাই ছিলেন। ভোর বেলায় তারা খবর পান যে, তাদের বাসাটিতে আগুন লেগেছে। পরে তারা বাসায় গিয়ে দেখেন ফায়ার সার্ভিস আগুন নেভাচ্ছে। পরে তাদের রুম থেকে দেলোয়ারের মরদেহ উদ্ধার করা হয়।
Comments