কৃষক বিদ্রোহ: দাবি না মানলে অনশনে যাবেন আন্না হাজারে

আন্না হাজারে। ছবি: সংগৃহীত

ভারতের সমাজকর্মী আন্না হাজারে জানিয়েছেন, কেন্দ্র কৃষকের সমস্যার সমাধান না করলে তিনি অনশন ধর্মঘটে যাবেন।

আজ সোমবার ভারতের কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমারকে পাঠানো এক চিঠিতে এ কথা লেখেন তিনি।

ভারতীয় সংবাদ সংস্থা এএনআইয়ের বরাত দিয়ে বিষয়টি জানিয়েছে হিন্দুস্তান টাইমস

গত ৮ ডিসেম্বর বিতর্কিত কৃষি আইন বাতিলে দাবিতে কৃষকদের ভারত বনধ কর্মসূচির সমর্থনে দিনব্যাপী অনশনে বসেছিলেন আন্না হাজারে।

তখন তিনি বলেছিলেন, ‘এই আন্দোলন সারা দেশে ছড়িয়ে পড়তে হবে। যাতে সরকার কৃষকের পক্ষে কাজ করতে বাধ্য হয়।’

এর আগে, ২০১৪ সালে ফেব্রুয়ারিতে মহারাষ্ট্রের আহমেদনগরের রালেগাঁও সিদ্ধি গ্রামে দুর্নীতির বিরুদ্ধে অনশনে বসেছিলেন তিনি।

পরে তত্কালীন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী রাধা মোহন সিংয়ের লিখিত আশ্বাসের পরে ৫ ফেব্রুয়ারি তিনি অনশন বন্ধ করেন। তখন কৃষিমন্ত্রী আশ্বাস দিয়েছিলেন স্বামীনাথন কমিশন এবং অন্যান্য কৃষি-সম্পর্কিত দাবি নিয়ে আলোচনা করতে কেন্দ্র একটি উচ্চতর কমিটি গঠন করবে।

আন্না হাজারে তোমারকে দেওয়া চিঠিতে রাধা মোহন সিংয়ের চিঠিটিও সংযুক্ত করে দিয়েছেন। যেখানে আশ্বাস দেওয়া হয়েছিল, উচ্চতর কমিটি প্রতিবেদন তৈরি করে ২০১৯ সালের ৩০ অক্টোবরের মধ্যে জমা দেবে।

‘কেন্দ্র তখন আশ্বাস দিয়েছিল কমিটির প্রতিবেদনের ভিত্তিতে দাবির বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’

হাজারে তোমারকে পাঠানো চিঠিতে লিখেছেন, ‘যেহেতু আজ অবধি কিছুই করা হয়নি, তাই আমি ২০১৯ সালের ৫ ফেব্রুয়ারিতে যে অনশন বন্ধ করেছিলাম তা আবার শুরু করার চিন্তা করছি।’

অনশনের জায়গা ও তারিখ খুব শিগগির জানতে পারবে কেন্দ্র।

আরও পড়ুন:

Comments

The Daily Star  | English

Wrap up polls preparations by December

Chief Adviser Muhammad Yunus yesterday instructed all relevant authorities to complete preparations by December for the upcoming national election.

1h ago