ইলেকটোরাল ভোটেও বাইডেন জয়ী, স্বীকৃতি দেবে না ট্রাম্প

ইলেকটোরাল কলেজ আনুষ্ঠানিকভাবে বিজয় নিশ্চিত করার পর জো বাইডেন ও স্ত্রী জিল বাইডেন। ছবি: ১৪ ডিসেম্বর ২০২০। ছবি: রয়টার্স

অবশেষে ইলেকটোরাল কলেজ আনুষ্ঠানিকভাবে ডেমোক্রেট প্রার্থী জো বাইডেনের বিজয় নিশ্চিত করেছে।

ইলেকটোরাল কলেজের ঘোষণা অনুযায়ী বাইডেন পেয়েছেন ৩০৬ ইলেকটোরাল ভোট এবং ৮১,২৮৩৪৯৫ বা ৫১ দশমিক ৩৮ শতাংশ পুপুলার ভোট।

তার প্রতিদ্বন্দ্বী ও বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ২৩২ ইলেকটোরাল ভোট এবং ৭৪,২২৩,৭৫৫ বা ৪৬ দশমিক ৯১ শতাংশ পপুলার ভোট।

গতকাল সোমবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, ইলেকটোরাল কলেজ বিজয় নিশ্চিত করার পর বাইডেন এক ভাষণে বলেছেন, ‘আমেরিকায় রাজনীতিবিদরা ক্ষমতা নিতে পারে না। জনগণ রাজনীতিবিদদের ক্ষমতায় বসায়।’

তিনি আরও বলেছেন, ‘এই দেশে গণতন্ত্রের আলো জ্বলেছিল বহু বছর আগেই। আমরা জানি মহামারি অথবা ক্ষমতার অপব্যবহার— কোনকিছুই সেই আলো নেভাতে পারবে না।’

সূত্রের বরাত দিয়ে সংবাদ প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইলেকটোরাল কলেজের সিদ্ধান্তের পরও ট্রাম্প প্রকাশ্যে বাইডেনের বিজয় মেনে নিচ্ছেন না।

Comments

The Daily Star  | English

Sagar-Runi murders: HC grants 6 more months to taskforce to end probe

Additional attorney general seeks nine-month time citing lost documents, staff transfers

27m ago