দিবালাকে এখনও চুক্তির নতুন প্রস্তাব দেয়নি জুভেন্টাস!
আগামী মৌসুম শেষেই জুভেন্টাসের সঙ্গে চুক্তির মেয়াদ ফুঁড়বে আর্জেন্টাইন তারকা পাওলো দিবালার। দলের অন্যতম সেরা খেলোয়াড়কে ধরে রাখতে এখন পর্যন্ত নতুন কোনো চুক্তির প্রস্তাব দেওয়া হয়নি। এমনটাই জানিয়েছে ফুটবলভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট গোল ডট কম।
গত মৌসুমেও সিরি আর সেরা তারকা নির্বাচিত হয়েছেন দিবালা। কিন্তু নতুন কোচ আন্দ্রেয়া পিরলোর অধীনে একাদশেই ঠিকমতো জায়গা মিলছে না তার। যদিও মৌসুমের শুরুর দিকে ইনজুরিতেও ছিলেন তিনি। সবমিলিয়ে জুভেন্টাসে খুব একটা সুখে নেই এ তরুণ।
এদিকে দিবালাকে নিয়ে নিত্যনতুন গুঞ্জন ডালা মেলেছে। স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ দিবালাকে দলে পাওয়ার গুঞ্জনও রয়েছে। কদিন আগেই ইতালিয়ান গণমাধ্যমে উঠে আসে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে পল পগবাকে ফিরিয়ে আনতে বিনিময় চুক্তিতে যাবে ওল্ড লেডিরা। তাই দিবালাকে দিতে চায় দলটি।
তবে দিবালা অবশ্য জুভেন্টাসেই থাকতে চান। এর আগে বেশ কয়েকবারই এ কথা বলেছেন। সম্প্রতি এ নিয়ে আবারও স্কাই স্পোর্টসকে সাক্ষাৎকার দিয়েছেন দিবালা, 'অনেক কিছুই প্রকাশ হচ্ছে যা আমার চুক্তির ব্যাপারে সত্য নয়। আমার মুখপাত্র তুরিনে অনেক দিন থেকেই আছে। ক্লাবটি তাকে কখনোও ডাকেনি। বিনিয়োগকৃত আর্থিক পরিসংখ্যানের কথা আমাকে হতাশ করে।'
তাকে রাখা হবে কি-না এ নিয়ে জুভ কর্তৃপক্ষের কাছে সঠিক তথ্যটা চাইছেন দিবালা, 'সত্যি বললে আমার জন্য আরও ভালো হয়। কারণ এই সময়ের এসব (গুঞ্জন) ব্যাপারগুলো নিয়ে কথা বলা ভক্তদের কাছে আমার প্রতি জুভেন্টাসের প্রতি যে ভালবাসা রয়েছে তার বিরুদ্ধে দাঁড় করিয়ে দেয়।'
উল্লেখ্য, বর্তমান চুক্তি অনুযায়ী ২০২২ সাল পর্যন্ত তুরিনে থাকার কথা দিবালার।
Comments