ইসরায়েলি আদালতের রুল: পূর্ব জেরুজালেমে উচ্ছেদ আতঙ্কে ফিলিস্তিনিরা

PALESTINIANS.jpg
নাবিল আল-কুর্দের পরিবারসহ অন্তত ৭৭ ফিলিস্তিনি পরিবার উচ্ছেদের ঝুঁকিতে আছে। ছবি: রয়টার্স

১৯৫০ সাল থেকে নাবিল আল-কুর্দ পরিবারসহ পূর্ব জেরুজালেমে বসবাস করে আসছেন। কিন্তু, ইসরায়েলের আদালতের একটি রুলের পরিপ্রেক্ষিতে এখন তাদেরকে উচ্ছেদ করা হবে।

আজ মঙ্গলবার রয়টার্স জানায়, পূর্ব জেরুজালেমের বিতর্কিত দুটি জেলায় ইহুদিদের জমিতে ফিলিস্তিনিরা বাড়ি করেছে, আদালতের এমন রুলের কারণে ওই দুই জেলার ফিলিস্তিনিদের মধ্যে এখন চলছে উচ্ছেদ আতঙ্ক।

৭৬ বছর বয়সী নাবিল আল-কুর্দকে এখন ছেড়ে যেতে হবে বাড়ি-ঘর। তিনি রয়টার্সকে বলেন, ‘এটি আমার মাতৃভূমি। আমার সব স্মৃতি এই বাড়িকে ঘিরে। কবরে যাওয়ার আগে আমি এখান থেকে নড়ব না।’

১৯৬৭ সালের এক যুদ্ধে ইসরায়েল পূর্ব জেরুজালেম দখলের পর, শেখ জারাহ ও বাতান আল-হাওয়া নামক দুই এলাকাকে কেন্দ্র করে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করে। নাবিল ওই এলাকারই বাসিন্দা। তবে, গত অক্টোবরে তাকে ৩০ দিনের মধ্যে বাড়ি ছাড়ার আদেশ দেওয়া হয়।

তিনি জেরুজালেম ডিসট্রিক্ট আদালতে আপিল করেছেন। তবে, ইসরায়েলি এন্টি-সেটেলমেন্ট গ্রুপ পিস নাও’র প্রকল্প সমন্বয়কারী হাজিত ওফরান জানান, আপিলের রায়ে আদালতের রুল পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।

একই আদালত ১৯ ও ২০ শতকের কিছু নথি ও ইউরোপীয় ইউনিয়নের আদমশুমারির ভিত্তিতে বেশিরভাগ আপিলের ক্ষেত্রে পূর্বের রায় বহাল রেখেছে। এতে অন্তত ৭৭ ফিলিস্তিনি পরিবার উচ্ছেদের ঝুঁকিতে আছে।

Comments

The Daily Star  | English

Jatiya Party central office vandalised, library set on fire in Kakrail

Protesters linked to Gono Odhikar Parishad demand ban on JP, accuse it of siding with Awami League

4h ago