মোস্তাফিজের বলে স্টাম্প ভেঙে টুকরো টুকরো

nasum and mustafiz
ছবি: ফিরোজ আহমেদ

১৯তম ওভারের তৃতীয় বল। স্ট্রাইকে মাত্রই নামা নাসুম আহমেদ। কাটার মাস্টার খ্যাত মোস্তাফিজুর রহমানের ভালো লেন্থের ডেলিভারি। বুঝেই উঠতে পারলেন না নাসুম। ব্যাটের ফাঁক গলে বল গিয়ে আঘাত করল মাঝের স্টাম্পে। মুহূর্তেই স্টাম্প ভেঙে হয়ে গেলো কয়েক টুকরো!

mustafiz
ছবি: ফিরোজ আহমেদ

মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে বেক্সিমকো ঢাকা ও গাজী গ্রুপ চট্টগ্রামের মধ্যকার দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে দেখা মিলল এমন দারুণ দৃশ্যের! বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে দারুণ ছন্দে থাকা চট্টগ্রামের পেসার মোস্তাফিজ নিলেন ৩ উইকেট। ৩৫ রান খরচায়। নাসুম তার তৃতীয় ও শেষ শিকার।

mustafiz and nasum
ছবি: ফিরোজ আহমেদ

আসর জুড়ে আলো ছড়ানো মোস্তাফিজের তোপে টস জিতে ব্যাটিংয়ে নামা ঢাকা অলআউট হলো মোটে ১১৬ রানে। ফলে ফাইনালে ওঠার লড়াইয়ে চট্টগ্রাম পেল মামুলি লক্ষ্য। সবমিলিয়ে ৯ ম্যাচে তার ঝুলিতে গেছে ২১ উইকেট। গড় ১০.৪২। তিনি ৪ উইকেট নিয়েছেন একবার।

mustafiz
ছবি: ফিরোজ আহমেদ

Comments