ফাইনালে থাকছে প্রায় অর্ধ কোটি টাকার পুরস্কার
বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের ফাইনালে উঠা দুই দলের খেলোয়াড়রাই পাচ্ছেন পুরস্কার। টুর্নামেন্ট সেরাদের জন্যও থাকছে প্রাইজমানি। সব মিলিয়ে মোট ৪৮ লাখ টাকার পুরস্কারের তালিকা দিয়েছে বিসিবি।
আগামী শুক্রবার টুর্নামেন্টের ফাইনাল খেলবে জেমকন খুলনা আর গাজী গ্রুপ চট্টগ্রাম। চ্যাম্পিয়ন, রানার্সআপ দলের জন্য আলাদা কোন প্রাইজমানি নেই। তবে দুই দলের সব ক্রিকেটার হবেন পুরস্কৃত।
ফাইনালে চ্যাম্পিয়ন দলের সব সদস্য পাবেন দেড় লাখ টাকা করে। রানার্সআপ দলের সদস্যদের জন্য অঙ্কটা ৭৫ হাজারের। অর্থাৎ চ্যাম্পিয়ন দল পাচ্ছে ১৬ লাখ আর রানার্সআপ দল ১২ লাখ টাকা।
টুর্নামেন্টের সেরা খেলোয়াড় পাবেন ৩ লাখ টাকা। টুর্নামেন্টের সেরা ব্যাটসম্যান ও সেরা বোলার পাবেন ২ লাখ টাকা করে। ফাইনালের সেরা খেলোয়াড়ের জন্য বরাদ্দ ১ লাখ টাকা।
Comments