যুক্তরাজ্যে ১ লাখ ৩৮ হাজার মানুষকে দেওয়া হলো করোনা ভ্যাকসিন
যুক্তরাজ্যে করোনা ভ্যাকসিন কার্যক্রমে এ পর্যন্ত প্রায় এক লাখ ৪০ হাজার মানুষকে ফাইজার-বায়োএনটেক এর ভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়া হয়েছে। এ কার্যক্রমের দায়িত্বে থাকা মন্ত্রীর বরাত দিয়ে আজ বুধবার রয়টার্স এ খবর জানিয়েছে।
জরুরি ব্যবহারের জন্য যুক্তরাজ্যে দুই সপ্তাহ আগে এই ভ্যাকসিনের অনুমোদন দেওয়া হয়। গত ৮ ডিসেম্বর থেকে বিশ্বের প্রথম দেশ হিসেবে সেখানে শুরু হয় ভ্যাকসিন কার্যক্রম।
ভ্যাকসিন কার্যক্রমের মন্ত্রী নাদিম জাহাউই টুইটে বলেন, 'ভ্যাকসিন কার্যক্রম শুরু হওয়ার পর ভালোভাবেই চলছে। প্রথম সাত দিনে আমরা ইংল্যান্ডে এক লাখ আট হাজার মানুষকে, ওয়েলসে সাত হাজার ৮৯৭, উত্তর আয়ারল্যান্ডে চার হাজার ও স্কটল্যান্ডে ১৮ হাজার মানুষকে ভ্যাকসিন দিয়েছি। অর্থাৎ, পুরো যুক্তরাজ্যে এক লাখ ৩৭ হাজার ৮৯৭ জন ভ্যাকসিন পেয়েছে।'
'আমরা অসংখ্য পিসিএন বা প্রাইমারি কেয়ার নেটওয়ার্ক চালু করেছি। এখন এই সংখ্যা আরও বাড়বে,' তিনি আরও বলেন।
প্রথম ডোজের ২১ দিন পর দ্বিতীয় ডোজ দেওয়া হবে। যুক্তরাজ্য প্রথম চালানে ভ্যাকসিনের আট লাখ ডোজ সংগ্রহ করেছে। এগুলোকে মাইনাস ৭০ ডিগ্রি সেলসিয়াস বা এর নিচে সংরক্ষণ করা হচ্ছে।
যুক্তরাজ্য ফাইজারের ভ্যাকসিনের ৪ কোটি ডোজের অর্ডার দিয়েছে এবং দেশটির স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক এ বছরের শেষ নাগাদ ভ্যাকসিনের কয়েক মিলিয়ন ডোজ পাওয়ার আশা করছেন।
Comments